ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি, সাবেক সিআইএ এজেন্ট অভিযুক্ত

প্রকাশিত: ০৬:৪৪, ১০ মে ২০১৮

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি, সাবেক সিআইএ এজেন্ট অভিযুক্ত

সিআইএ’র সাবেক এজেন্ট জেরি চুন শিং লিকে মার্কিন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ এ কথা জানিয়েছে। ৫৩ বছর বয়সী লির বিরুদ্ধে অভিযোগ, প্রথমত তিনি জাতীয় প্রতিরক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ করে সেগুলো একটি বিদেশী সরকারকে দেয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং দ্বিতীয়ত, জাতীয় প্রতিরক্ষা বিষয়ক সংগৃহীত তথ্য-উপাত্তগুলো অবৈধভাবে নিজের কাছে রেখেছিলেন। বিচারে লির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার বাকি জীবন কারাগারে কাটাতে হতে পারে। জন্মসূত্রে মার্কিন নাগরিক ও সিআইএ’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা লি একই সঙ্গে হংকংয়েরও নাগরিক। ২০০৭ সালে সিআইএ’র সঙ্গে সম্পর্ক ছেদ করার পর গত তিন বছর আগে তিনি মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিষয় সংক্রান্ত তথ্য-উপাত্তসমূহ চীনা গোয়েন্দাদের কাছে অর্থের বিনিময়ে হস্তান্তর করেন। -এএফপি ও দ্য গার্ডিয়ান।
×