ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট ॥ এইচ টি ইমাম

প্রকাশিত: ০৬:২৯, ১০ মে ২০১৮

খুলনা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট ॥ এইচ টি ইমাম

স্টাফ রিপোর্টার ॥ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেখানে রিটানিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে এই রিটার্নিং কর্মকর্তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তারা। তবে শেষ সময়ে নির্বাচন বিঘিœত হবে বিধায় তাকে প্রত্যাহারের দাবি জানায়নি দলটি। বুধবার বিকেলে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা বিশেষ দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলীয় ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অতীত কালিমালিপ্ত। তার বর্তমান আচার আচরণ এবং কার্যকলাপ তা প্রমাণ করে। এই অভিযোগ আমরা আগেও করেছি। তিনি অত্যন্ত পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তার কথাবার্তা সংবিধানবিরোধী। বিষয়টি আমরা কমিশনকে জানালে তার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কমিশন থেকে সেখানে এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন। বেলা পৌনে ৫টায় আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বলেন। সিইসি কে এম. নুরুল হুদার সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সিইসি কে.এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার ও শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান। বৈঠক শেষে বেরিয়ে এইচ টি ইমাম রিটার্নিং কর্মকর্তার প্রতি অনাস্থা জানিয়ে বলেন, শেষ সময়ে নির্বাচন বিঘিœত হবে বিধায় তার প্রত্যাহার চাই না। রিটার্নিং কর্মকর্তা যেন আইন ও সংবিধানসম্মতভাবে নিরপেক্ষ আচরণ করেন। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে, তারা নির্দিষ্ট দলের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা এসব বিষয়ে সিইসিকে জানিয়েছি। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছেন, রিটার্নিং অফিসারের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে একজন অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তিনি পুরো নির্বাচনী কার্যক্রম সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।’ এইচ টি ইমাম বলেন, খুলনায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের দলের সিনিয়র নেতাদের অনেকেই সংসদ সদস্য। কিন্তু আচরণবিধির কারণে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। কিন্তু অন্যদলের সব নেতারা একেবারে ঝাঁপিয়ে পড়েছেন। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়িত হচ্ছে না। এ কারণে আমরা পরবর্তী স্থায়ী সরকার নির্বাচনে প্রয়োজনে সংশোধনী আনার কথা বলেছি। এ নির্বাচনকে কেন্দ্র করে কিছু চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি প্রচারণা চালাচ্ছে। এতে ভোটাররা শঙ্কিত ও আতঙ্কগ্রস্ত। এ বিষয়ে আমরা কমিশনকে ব্যবস্থা নিতে বলেছি উল্লেখ করেন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতাদের গ্রেফতারে অভিযোগের বিষয়ে বলেন, তাদের নির্বাচনকেন্দ্রিক কোন বিষয়ে গ্রেফতার করা হয়নি। তারা চিহ্নিত সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।’
×