ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকলের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৮, ১০ মে ২০১৮

নকলের অভিযোগ

আবারও নকলের অভিযোগ উঠেছে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে। শিশুদের নিরাপত্তা বিষয়ে প্রকাশিত এক অনলাইন বুকলেট ঘিরে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠল। গত সোমবার বেশ ঢাকঢোল পিটিয়ে মেলানিয়া ট্রাম্প শিশুদের অনলাইনে নিরাপদ রাখার বিষয়ে তার প্রচার শুরু করেছেন। এ উপলক্ষে তার প্রকাশ করা বুকলেটটির নাম ‘টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন’। টুইটারে অনেকে প্রশ্ন তুলেছেন, এটির সঙ্গে ব্যাপক মিল রয়েছে চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ক একটি বুকলেটের। দুটি বুকলেটের আকারে শুধু নয় লেখাতেও অনেক মিল। দ্য রুড পান্ডিত নামে একজন লিখেছেন, মজার তথ্য : হোয়াইট হাউস ‘টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন’ নামে ফার্স্টলেডি মেলানিয়া এবং ‘ফেডারেল ট্রেড কমিশনের’ বুকলেট নিয়ে ঢাক পেটাচ্ছে। আসলে বুকলেটটির ভূমিকা ছাড়া আর পুরোটাই ওবামা আমলে এফটিসির প্রকাশ করা বুকলেটের হুবহু নকল। ওই বুলেটিন প্রসঙ্গে এর উদ্বোধন অনুষ্ঠানে মেলানিয়া বলেছেন, তিনি ‘বি বেস্ট’ বলে যে প্রচারণার উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া শিশুদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক- দুই ধরনের প্রভাবই রাখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় একটি নেতিবাচক ভাবেই ব্যবহার করা হয়।-বিবিসি অবলম্বনে।
×