ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে চাঁদা না দেয়ায় বাস আটক করে মালিককে হুমকি

প্রকাশিত: ০৬:১৫, ১০ মে ২০১৮

রাজধানীতে চাঁদা না দেয়ায় বাস আটক করে মালিককে হুমকি

স্টাফ রিপোর্টার ॥ চাঁদা না দেয়ায় গুিলস্তান-নবাবগঞ্জ রুট থেকে একটি বাস জোরপূর্বক আটক রাখার পর এখন মালিককে হুমকি দেয়া হচ্ছে। এ সংক্রান্ত থানায় জিডি করায় বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা এখন বাকি বাসগুলোও আটক করে এ রুটে বাস চলাচল ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুরান ঢাকার ওয়ারী এলাকার নার্গিস নামের এক অসহায় বিধবা। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, গুলিস্তান-নবাবগঞ্জ রুটে আমার মল্লিক পরিবহনের বেশ কয়েকটি বাস চলাচল করে। গত কয়েক বছর ধরে কেরানীগঞ্জ এলাকার দুর্ধর্ষ কয়েকজন সন্ত্রাসী নানা অজুহাতে চাঁদার দাবিতে আমার বাসের চালক, হেলপার ও অন্যান্য কর্মচারীকে অপহরণ, মারধর ও গাড়ি ভাংচুর করার মতো একের পর এক অপরাধ করে আসছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল আমার একটি বাস কেরানীগঞ্জ এলাকায় আটক করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে গিয়ে আটক করা হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করতে গেলে পুিলশ মামলা নেয়নি। অনেক অনুনয় বিনয়ের পর স্থানীয় শাহীন আহম্মেদ ও তার সহযোগী হানিফ, রিয়াজ, জানে আলম ও ইমনের নামে থানায় একটি জিডি করা হয়। (যার নং ১২২)। তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত বিচার ও নিজের পরিবারের নিরাপত্তা দাবি করেন।
×