ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ার ৪ খুনে গুরুত্ব পাচ্ছে এক নারী ॥ ফরিদপুরে জোড়া হত্যার ক্লু পায়নি পুলিশ

প্রকাশিত: ০৬:১২, ১০ মে ২০১৮

বগুড়ার ৪ খুনে গুরুত্ব পাচ্ছে এক নারী ॥ ফরিদপুরে জোড়া হত্যার ক্লু পায়নি পুলিশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ার আলোচিত ৪ খুনের মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক রহস্যময়ী নারী। অথচ হত্যার মোটিভ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এদিকে ফরিদপুরে কলেজ শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তার মৃত্যু নিয়েও ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বগুড়া অফিস জানায়, জেলার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের আলোচিত ৪ খুনের মামলায় বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক নারী। রহস্যময়ী ওই নারী ও এলাকার কয়েক মাদক ব্যবসায়ীসহ ৪/৫ জন ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের নাগাল পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নিষ্ঠুর ও বর্বরোচিত এই হত্যার মোটিভ নিয়ে তদন্তকারীদের ধোঁয়াশা এখনও কাটেনি। প্রাথমিকভাবে আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তবে তাদের কাছে কোন গুরুত্বপূর্ণ তথ্য না পেলে এ মামলায় আর গ্রেফতার দেখানো হবে না বলে পুলিশ সূত্র জানিয়েছে। অপরদিকে লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল ফোনের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এছাড়া ৪ খুনের ঘটনায় নিহতদের একজন সাবরুলের পিতা আছির উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
×