ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধান মাড়াই মেশিনে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৯, ৯ মে ২০১৮

ধান মাড়াই মেশিনে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৮ মে ॥ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কেশরতা গ্রামে ধানমাড়াই মেশিনের ফিতায় জড়িয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যারাতে কেশতরা গ্রামের বটকুড়ি ঈদগাহ নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কেশরতা গ্রামের রফিকুল ইসলামের ধানমাড়াই মেশিনে একই গ্রামের ইসমাইল হোসেনের জমির ধান মাড়াই করে নিচ্ছিলেন। এ সময় ইসমাইলের স্ত্রী আলতাফুন বেগম (৪৮) ওই মেশিনের নিচের ধানগুলো সরিয়ে নিচ্ছিল। এক সময় তার মাথার চুল মেশিনের ফিতায় জড়িয়ে যায়। ফলে গৃহবধূ আলতাফুনের মাথা ফেটে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×