ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় জিপির ফোরজি উদ্বোধন

প্রকাশিত: ০৭:৩৩, ৯ মে ২০১৮

বগুড়ায় জিপির ফোরজি উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গ্রামীণ ফোন (জিপি) কাক্সিক্ষত ব্যান্ডে সর্বাধিক স্পেকট্রাম হাতে পেয়ে মঙ্গলবার সকালে বগুড়ায় ফোরজি এলটিই বিস্তার করেছে। ফলে বগুড়া জিপির ফোরজির আওতাভুক্ত হলো। নগরীর জলেশ্বরিতলা গ্রামীণফোন সেন্টারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফোরজি সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জিপির রিজিওনাল হেড কামরুল আলম সরকার। অতিথিদের মধ্যে ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাহফুজার রহমান রাজ, জলেশ্বরিতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা, সাধারণ সম্পাদক বাবু তালুকদার, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ। পরে র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষক জেলহাজতে স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপায় প্রাইভেট পড়ানোর নামে তিন বছর ধরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক রুহুল আমিন প্যাদাকে স্কুল পরিচালনা কর্তৃপক্ষ সাময়িক বহিষ্কার করেছে। মঙ্গলবার সকালে স্কুল পরিচালনা পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ইউসুফ মোল্লা ও প্রধান শিক্ষক মোশারেফ হোসেন সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার ধর্ষিত ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ শিক্ষক রুহুল আমিন প্যাদাকে (৩২) গ্রেফতার করে। বর্তমানে ওই শিক্ষক আদালতের আদেশে পটুয়াখালী জেলহাজতে রয়েছে। জানা গেছে, শিক্ষক মোঃ রুহুল আমিন প্যাদা গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কচুয়া গ্রামের আঃ করিম প্যাদার ছেলে।
×