ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে সড়ক সংস্কার দাবিতে অবরোধ

প্রকাশিত: ০৭:৩২, ৯ মে ২০১৮

রূপগঞ্জে সড়ক সংস্কার দাবিতে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ মে ॥ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও ছাত্রছাত্রী। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলার আউখাব এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এলজিইডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংস্কার করে দেয়ার আশ^াস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। জানা গেছে, গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় শতাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করেন। ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকা থেকে নতুন বাজার এলাকায় ২০১৪ সালে এক কিলোমিটার জুড়ে একটি প্রশস্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়। বর্তমানে অতিবৃষ্টিতে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। প্রায় সময়ই ভাঙ্গা রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও রাস্তাটি সংস্কার করেনি। উপজেলা প্রকৌশলী এহসানুল হক জানান, রাস্তাটি সংস্কারের টেন্ডার দেয়া হয়েছে। গাজীপুরে বারি ও ব্রি’তে মতবিনিময় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর কৃষি অর্থনীতিবিদ এবং পরিসংখ্যানবিদদের সঙ্গে মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বারি’র মহাপরিচালকের সম্মেলন কক্ষে ওই সভায় প্রফেসর এমেরিটাস ও প্রাক্তন ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পরিকল্পনা কমিশন প্রাক্তন সদস্য (সচিব), এপিএ এক্সপার্ট-পুল ও সদস্য, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. আবদুস সাত্তার ম-ল প্রোগ্রাম ডেভেলপমেন্ট বিষয়ে মতবিনিময় করেন। সভায় বারি’র আলু, ভুট্টা, সরিষা, মুগবীন, টমেটো ও আম এবং ব্রি এর বোরো ও আউশ ধানের ওপর পলিসি ব্রিফিং প্রস্তুত করার বিষয়ে বিজ্ঞানীদের দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, পরিচালক (গবেষণা) ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
×