ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গজারিয়া গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ০৭:৩২, ৯ মে ২০১৮

গজারিয়া গণহত্যা দিবস আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আজ গজারিয়ার গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর হাতে নিহত হয়েছিল ৩৬০ গ্রামবাসী-মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের ৪৭ বছর পরও গণহত্যার শিকার ৩৬০ শহীদ পরিবারের স্বীকৃতি মিলেনি। অযতেœ অবহেলায় পড়ে আছে তাদের গণকবরগুলো। স্বজন হারানো পরিবারগুলো আজও ভুলতে পারেনি তাদের সেদিনের কথা। শহীদের স্মৃতি বুকে নিয়ে পার করছেন এক একটি বছর। তারপরেও আশায় আছেন কোন এক সময় হয়তো মিলবে সেই কাক্সিক্ষত শহীদ পরিবারের স্বীকৃতি। আজ গণহত্যা দিবসে শহীদদের কবরে ফুল দেয়া ও আলোচনা সভা হবে গজারিয়া ইউপি পরিষদ মিলনায়তনে। অথচ পরিবারগুলো শহীদ পরিবারের স্বীকৃতি না পাওয়ায় আদের আক্ষেপের যেন শেষ নেই। জানা গেছে, ১৯৭১ সালের ৯ মে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী নয়ানগর, গোসাইচর, কাজীপুরা, বাঁশগাঁও, বালুরচর গ্রামে পাক হানাদার বাহিনী আক্রমণ করে। সকালের আলো ফুটতেই কেউ নামাজে আবার কেউ বা জীবিকার সন্ধানে বের হয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু পাকবাহিনীর নির্মম হত্যাকা-ে আর ফেরা হয়নি। গুলি খেয়ে কেউ কেউ এখন বেঁচে আছেন দুঃষহ স্মৃতি নিয়ে। বহুলি ইউনিয়নকে সিরাজগঞ্জ-১ আসনে যুক্ত করার প্রতিবাদ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নির্বাচন কমিশন সদর উপজেলার বহুলী ইউনিয়নকে সংসদীয় এলাকা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে যুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার সকালে বহুলী স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বহুলী স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের বহুলী ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বহুলী ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেয়।
×