ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে সুন্দরবনে দস্যু হত

প্রকাশিত: ০৭:৩২, ৯ মে ২০১৮

বন্দুকযুদ্ধে সুন্দরবনে দস্যু হত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের ‘গরিবের বন্ধু’ বাহিনীর এক বনদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স সাংবাদিকদের জানান, সুন্দরবনে জেলেদের নিরাপত্তায় মঙ্গলবার ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় বনদস্যুরা তাদের উদ্দেশ্য করে গুলি ছুড়লে র‌্যাব ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা গুলি বিনিময়ের একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একজনের মৃতদেহ ও একটি একনালা বন্দুক, একটি ওয়ান শূটার ও একটি কাটা রাইফেলসহ দস্যুদের ব্যবহৃত কিছু মালামাল জব্দ করা হয়। পরে স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু গরিবের বন্ধু বাহিনীর সদস্য বলে শনাক্ত করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
×