ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাকৃবিতে ছাত্রলীগ কর্মীকে হল ছাড়া করল জুনিয়র কর্মীরা

প্রকাশিত: ০৭:৩১, ৯ মে ২০১৮

বাকৃবিতে ছাত্রলীগ কর্মীকে হল ছাড়া করল জুনিয়র কর্মীরা

বাকৃবি সংবাদদাতা ॥ আবাসিক হলের আসন বণ্টন, অতিথি কক্ষে জুনিয়র কর্মীদের শারীরিক ও মানসিক অত্যাচার, ডাইনিংয়ে খাবারের টাকা আত্মসাতসহ বিভিন্ন বিষয়ে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সিনিয়র ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হল ছাড়া করেছে জুনিয়র কর্মীরা। সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক আশরাফুল হক হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকেই আশরাফুল হক হল পরিচালনা করেছে ছাত্রলীগ কর্মী রেজাউর রহমান লিমন। দায়িত্ব পাওয়ার পর থেকেই হলের আসন বণ্টন, ¯œাতকোত্তর শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, বিভিন্ন অযুহাতে জুনিয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অত্যাচার, ডাইনিংয়ে খাবার টাকা আত্মসাতসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল ওই কর্মী। প্রধানমন্ত্রীর ডক্টর অব লেটারস ডিগ্রীতে ভূষিত হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। এতে ক্ষিপ্ত হয়ে লিমন শিক্ষার্থীদের হলের ১১২ নং কক্ষে বসে। এ সময় এক শিক্ষার্থীর বিরুদ্ধে হল ক্যান্টিন থেকে ডিম চুরির অভিযোগ তুলে মারধর করে এবং গভীর রাতে আরও কয়েকজন জুনিয়র কর্মীর অভিভাবককে ফোন করে চুরিসহ বিভিন্ন কথা বলে তাদের হেয় করে। এতে জুনিয়র কর্মীরা ক্ষিপ্ত হয়ে লিমনের ওপর চড়াও হয় এবং তার কক্ষসহ হলের বিভিন্ন কক্ষের জানালার কাঁচ, ফুলের টব ভাংচুর করে। এ সময় জুনিয়র কর্মীরা তাকে মারধর করে হল থেকে বের করে দেয়। পরে ছাত্রলীগ সভাপতি সবুজ কাজীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত লিমন হলে প্রবেশ করতে পারে নি। শিক্ষার্থীর অভিযোগ ওই ঘটনাসহ বিভিন্ন ঘটনায় হল প্রশাসনের ভূমিকা ছিল না। ঘটনা শোনার পরও দুপুর পর্যন্ত প্রভোস্ট হলে যায়নি। এ বিষয়ে ছাত্রলীগ কর্মী রেজাউর রহমান লিমন বলেন, ডিম চুরি অভিযোগে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে আমি আলাদা বসি। তারা বিষয়টি অস্বীকার করায় একজনকে শুধু চড় দেই। ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়া বা অভিভাবকে ফোন দেয়া বিষয়ে আমি কিছু জানি না।
×