ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে শিক্ষিকাকে নির্যাতন ॥ চুল কর্তন

প্রকাশিত: ০৭:৩০, ৯ মে ২০১৮

গফরগাঁওয়ে শিক্ষিকাকে নির্যাতন ॥ চুল কর্তন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৮ মে ॥ গফরগাঁও পৌর এলাকার রাগাইচটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবিনা ইয়াছমিন নামে এক স্কুলশিক্ষিকাকে মারধর করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার রাত ১০টার দিকে আহত শিক্ষক বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, রাঘাইচটি গ্রামের খাইরুল বাসারের সঙ্গে তার সৎ ভাই খোকা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১ মে খাইরুলের বাড়ির প্রবেশ মুখে ইট ও বালির স্তূপ দিয়ে অবরোধ করে রাখে সৎ ভাই খোকা মিয়া। এ বিষয়ে জানতে খোকা মিয়াকে জিজ্ঞেস করতেই দা নিয়ে খায়রুলকে তাড়া করে খোকা ও তার লোকজন। পরে বসতঘরে প্রবেশ করে খায়রুল ও তার স্ত্রী স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে খোকা মিয়ার নির্দেশে জোনাক, তামিম, সিফাত, জ্যোতি ও জাহান মারধর করে মাথার চুল কেটে দেয়। পরে প্রতিবেশীরা এই দম্পতিকে উদ্ধার করে গফরগাঁও সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা যেন থানায় মামলা করতে না পারে সেজন্য হাসপাতালে এসে শাসিয়ে যায় খোকা মিয়া ও তার দলবল। এ ব্যাপারে খায়রুল বাশার বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি বেদখল দিতে চায় আমার সৎ ভাই খোকা। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে নির্মমভাবে মারধর ও কুপিয়ে জখম করে। পরে আমার স্ত্রীর মাথার চুল কেটে দেয়। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় সোমবার রাতে অভিযোগ পেয়েছি। উপ-পরিদর্শক সাইফুল ইসলামকে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
×