ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে গৃহবধূ ও বৃদ্ধ খুন

প্রকাশিত: ০৭:২৯, ৯ মে ২০১৮

বরিশালে গৃহবধূ ও বৃদ্ধ খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পরকীয়ার টানে প্রথম স্বামীর সংসার ছেড়ে প্রেমিক জাহিদুর রহমান মৃধার সঙ্গে সংসার বেঁধেছিলেন এক সন্তানের জননী নাদিয়া বেগম (২০)। প্রেমিকের সঙ্গে বছরখানেক সংসার করে অবশেষে দ্বিতীয় স্বামী জাহিদুরের নির্যাতনে সোমবার রাতে মৃত্যুর কাছে পরাজিত হয়েছে নাদিয়া। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লায়। জাহিদুর রহমান মৃধা ওই মহল্লার বাসিন্দা মৃত সেলিম মৃধার পুত্র। পুলিশ মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতাল থেকে নিহত নাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধূ নাদিয়া পার্শ¦বর্তী কালকিনি উপজেলার চরপালরদী গ্রামের কবির আকনের কন্যা ও এক পুত্র সন্তানের জননী। নিহতের মা আলেয়া বেগম জানান, তার মাদকসেবী জামাতা জাহিদুর রহমান মৃধা মাদক সেবন করে প্রায়ই কন্যা নাদিয়াকে মারধর করতো। সোমবার রাতেও নাদিয়াকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে নাদিয়ার লাশ হাসপাতালে রেখে আত্মহত্যার কথা রটিয়ে দেয়া হয়। জানা গেছে, সামাজিকভাবে নাদিয়া বেগমের প্রথম বিয়ে হয় পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায়। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে নাদিয়ার সঙ্গে পরিচয় হয় জাহিদুর রহমান মৃধার। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সে সুবাধে বছরখানেক পূর্বে এক পুত্র সন্তানের জননী নাদিয়া তার প্রথম স্বামীর সংসার ছেড়ে জাহিদুর রহমানের সঙ্গে ঘর বাঁধেন। অন্যদিকে, জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলার জের ধরে মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে প্রতিপক্ষের হামলায় তৈয়ব আলী বেপারি (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের পুত্র থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিলেও উপজেলা ভাইস চেয়ারম্যান মামলা দায়েরের বাধা প্রদান করে ঘটনা মীমাংসার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিহত তৈয়ব আলী বেপারির একমাত্র পুত্র স্বপন বেপারি জানান, তার চাচা তাহের বেপারির সঙ্গে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিন থেকে মামলা চলমান রয়েছে। সোমবারও বরিশাল আদালতে একটি মামলায় হাজিরা দেয় তার বৃদ্ধ পিতা তৈয়ব আলী বেপারি। মামলার বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী বেপারির ওপর বাড়ির সামনের ইটের রাস্তায় বসে তাহের বেপারির স্ত্রী হাওয়া বেগম হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। স্বপন বেপারি আরও জানান, এ ঘটনায় তিনি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিলে হামলাকারী হাওয়া বেগমের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার মামলা দায়েরে বাধা প্রদান করে ঘটনা মীমাংসার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন। টাঙ্গাইলে অটোরিক্সা চালক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইলে ফরিদুল ইসলাম (১৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার পৌর শহরের বেড়াবুচনা এলাকায় ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল ইসলাম বেড়াবুচনার বৌবাজার এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার (ওসি) সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে বেড়াবুচনা এলাকায় একটি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শুভ এবং আল আমিন নামের দুইজনকে আটক করেছে।
×