ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:২৯, ৯ মে ২০১৮

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ মে ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (২০) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রশিদ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আবুল মুন্সির ছেলে। তিনি দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, আব্দুর রশিদ লেখাপড়ার পাশাপাশি বিদ্যুতলাইনের মিস্ত্রি হিসেবে কাজ করত। মঙ্গলবার শহরের আলাইপুর এলাকায় নির্মাণাধীন জেলা পরিষদ ভবনে বিদ্যুতলাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়। আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাঁঠালবাড়ি ঘাটে দোকান উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ মে ॥ আসন্ন ঈদ-উল ফিতরে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাট এলাকা থেকে শতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। জানা গেছে, শিবচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ইলিয়াস আহম্মেদ চৌধুরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিআইডব্লিউটিএর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ মে ॥ রামগতিতে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুধ বিক্রেতা মমতাজ বেগমের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর গোসাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী একই গ্রামের মহিউদ্দিন। রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ জানান, শনিবার রাতে ঝড়ের কবলে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহিত করার পরও তারা ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার মেরামতের কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের অবহেলার কারণে মঙ্গলবার ওই নারী পার্শ্ববর্তী বাজারে দুধ বিক্রি করতে যাওয়ার পথে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। তিনি এ ব্যাপারে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। একই দাবি জানান, চর রমিজের ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার এবং চর আলগী ইউপি চেয়ারম্যান লিটন চৌধুরী। একমাস পর হোটেল থেকে তরুণী উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভুল নাম্বারে কল। পরে পরিচয় ও আলাপচারিতার সূত্র ধরে এক তরুণীকে এনে হোটেলে আটকে রাখা অবস্থায় পুলিশ ইউনুচ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে। এক মাস পর আবাসিক হোটেল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শহরের ঝাউতলার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করে পুলিশ। জানা গেছে, চকরিয়া বদরখালী ৩নং ব্লকের আবুল কালামের পুত্র ইউনুচ ভুল নম্বরে কল করে মোবাইল ফোনে পরিচয় সূত্রে বিয়ের প্রলোভন দিয়ে ৬ এপ্রিল নিয়ে আসে ওই তরুণীকে। পুলিশের সহায়তায় আবাসিক হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। ছাত্র হত্যার দ্রুত বিচার দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র হৃদয় তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুলপ্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বরে এসে মানববন্ধন করে। মানববন্ধনে ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। হৃদয় তালুকদারের হত্যাকারীদের হত্যা রহস্যের উৎঘাটনসহ বিচারের দাবিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা হারুন-আর রশিদ, যুবলীগ নেতা মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, প্রাক্তন ইউপি সদস্য সাইফুজ্জামান রিপন, ছাত্র প্রিতম। এছাড়াও বক্তারা মোরেলগঞ্জে মাদকের ছোবল থেকে যুব কিশোরদের বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নেত্রকোনায় মিষ্টির দোকানকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ মে ॥ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, প্রক্রিয়াজাতকরণ এবং ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে সদরের বারহাট্টা রোডে তিনটি অভিজাত দোকান মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিষ্টির দোকানগুলো হচ্ছে আদি গয়ানাথ মিষ্টান্ন ভা-ার, শান্তি মিষ্টান্ন ভা-ার ও শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভা-ার। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
×