ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রক্তদান কর্মসূচী

প্রকাশিত: ০৭:২৮, ৯ মে ২০১৮

রক্তদান কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ০৮ মে ॥ ‘রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন রমজান মাসে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে মঙ্গলবার জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী পালিত হয়। ছাত্রলীগ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মামুনের ঐকান্তিক প্রচেষ্টায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ রক্তদান কর্মসূচী পালিত হয়। সার্বিকভাবে সহযোগিতা করে সেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ডোনার ক্লাব। এ সময় গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদীয়মান তরুণরা সেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করে অনেকে রক্তদান করে। এতে বেশ কয়েক ব্যাগ রক্ত সংগ্রহ হয়। চিংড়ি রেণু জব্দ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ আইন লঙ্ঘন করে চিংড়ি মাছের রেণু পোনা পরিবহনের অভিযোগে গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক ড্রাইভারসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন। একই সঙ্গে জব্দকৃত ১৩ লাখ ৬০ হাজার গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করেন। জানা গেছে, সোমবার গভীর রাতে ৩২ টি ড্রাম ভর্তি এসব রেণু পোনা ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ট্রলারযোগে বুড়াগৌরাঙ্গ নদ পাড়ি দিয়ে গলাচিপার বদনাতলী ঘাটে আনা হয় এবং ট্রাক ভর্তি করে খুলনা-বাগেরহাট অঞ্চলে পাঠানো হচ্ছিল।
×