ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপে টেঁটাযুদ্ধ ॥ আহত ৪০

প্রকাশিত: ০৭:২৮, ৯ মে ২০১৮

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপে টেঁটাযুদ্ধ ॥ আহত ৪০

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধে ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত চরদিঘলদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিয়া চাঁনের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীরের সমর্থক জাফর ও মিয়া চাঁদের সমর্থক আওলাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ বাঁধে। এ নিয়ে বুধবার উভয়পক্ষের মধ্যে সালিশ দরবারে বসার কথা ছিল। এরই মধ্যে মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে অনন্তরামপুর বাজারে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে। সৈয়দপুরে শিক্ষক সাসপেন্ড ॥ প্রতিবাদে ক্লাস বর্জন সংবাদদাতা, সৈয়দপুর, নীলফমারী, ৮ মে ॥ ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এম শফিউল আজম নামে এক সিনিয়র শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে ওই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী মঙ্গলবার ক্লাস বর্জন করে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ ও অবরোধ করে। জানা যায়, শিক্ষক এস এম শফিউল আজম ক্লাস নেয়ার সময় শিক্ষার্থীদের গায়ে হাত দেন। এ অভিযোগে ওই ক্লাসের ক্যাপ্টেন রিক্তাসহ অন্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে বাংলা ২য়পত্রটি ভিন্ন শিক্ষককে নেয়ার জন্য আবেদন করেন। পরে স্কুল কমিটির মিটিং ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করে। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার প্রায় সব শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে। এতেও কোন সুরাহা না হওয়ায় পরের দিন শিক্ষার্থীর মিলে শহরের বঙ্গবন্ধু সড়ক অবরোধ করেন।
×