ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেতন ও চাকরি স্থায়ীকরণ দাবি

রসিক মাস্টার রোল কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট শুরু

প্রকাশিত: ০৭:২৫, ৯ মে ২০১৮

রসিক মাস্টার রোল কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট শুরু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৮ মে ॥ বকেয়া বেতন ভাতা প্রদান ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের ২শ’ ৭৬ মাস্টার রোল কর্মকর্তা কর্মচারী ধর্মঘট শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেছে। কিন্তু নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিস করছেন। আন্দোলনকারীদের অভিযোগ, নবনির্বাচিত মেয়র গত ফেব্রুয়ারি মাসে রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর থেকে তাদের বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। এতে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আন্দোলনকারীরা জানান, তাদের চাকরি স্থায়ী না করে মেয়র নতুন করে নিয়োগ দেয়া শুরু করেছেন। তিনি ইতোমধ্যে তিনজনকে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন আজাদ জানান, বেতন-ভাতা বন্ধ থাকায় তারা অনেক দিন থেকেই কাজ করছেন না। এতে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজের তেমন ব্যাঘাত ঘটছে না। তিনি জানান, মাস্টার রোল কর্মকর্তা কর্মচারীরা সকালে তার সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানিয়েছেন। তাদের দাবির বিষয়ে মেয়র যথেষ্ট আন্তরিক।
×