ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডে-নাইট টেস্টে অস্ট্রেলিয়াকে ভারতের ‘না’

প্রকাশিত: ০৭:২৩, ৯ মে ২০১৮

ডে-নাইট টেস্টে অস্ট্রেলিয়াকে ভারতের ‘না’

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ থেকে ঘরের মাটিতে সফরকারী দলগুলোর সঙ্গে একটি করে ডে-নাইট টেস্ট খেলে আসছিল অস্ট্রেলিয়া। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে সেটি বাদই দিতে হচ্ছে তাদের। আগামী ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় ডে-নাইট টেস্টকে ‘না’ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ হিসেবে তারা বলেছে নিজেদের প্রস্তুতিহীনতার কথা! বিসিসিআই জানিয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজে দিন-রাতের টেস্ট খেলতে প্রস্তুত নয় তারা। এ জন্য যে প্রস্তুতির দরকার, সেটি তাদের নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর এ্যাডিলেডে এই দিন-রাতের টেস্টটি খেলার প্রস্তাব দিয়েছিল। বিসিসিআইয়ের আপত্তির মুখে এই তারিখে এখন সাধারণ একটি টেস্ট (ডে ম্যাচ) খেলবে দুই দল। সিএ মনে করে, গোলাপী বলে আয়োজিত এই দিন-রাতের টেস্ট ক্রিকেটের বড় সংস্করণকে বাণিজ্যিকভাবে লাভজনক করার একমাত্র উপায়। ২০১৫ সাল থেকে প্রতি বছরই সফরকারী দলের সঙ্গে একটি দিনরাতের টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে ক্রিকেটের অন্যতম শীর্ষ দেশ ভারত এখন পর্যন্ত গোলাপী বলে কোন টেস্ট খেলেনি। ভারত রাজি না হলেও আগামী বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিসবেনে একটি দিন-রাতের টেস্ট আয়োজন করবে সিএ।
×