ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দশ স্বর্ণপদকের ৯টির ফাইনালেই বাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৩, ৯ মে ২০১৮

দশ স্বর্ণপদকের ৯টির ফাইনালেই বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এ যেন প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টার্ফে চলছে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। গত ২০১৭ আসরে পাঁচ দলগত ইভেন্ট এবং মেয়েদের রিকার্ভ এককে হীরা মনির স্বর্ণপ্রাপ্তিসহ মোট ছয়টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সেই সাফল্যকেও ছাপিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। কেননা মোট ১০ ইভেন্টের নয়টিতেই ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের সেমিতে বাংলাদেশের রোমান সানা ৬-২ সেট পয়েন্টে এস্তোনিয়ার ওনা মার্টকে হারিয়ে ফাইনালে ওঠেছেন। আজ ফাইনালে সৌদি আরবের বিন আলীর মুখোমুখি হবেন সানা। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণজয় নিশ্চিতই। কারণ আজকের ফাইনালে দু’জনই যে বাংলাদেশের। স্বর্ণের লড়াইয়ে আবুল কাশেম মামুন খেলবেন স্বদেশী অসীম কুমার দাসের বিপক্ষে। মঙ্গলবার সেমিফাইনালে অসীমের কাছে ১৪১-১৩৮ সেট পয়েন্টে হেরে যান স্বদেশী মিলন। আরেক সেমিতে মামুন ইরাকের হামিদ ওয়ালিদকে ১৪০-১৩৩ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন। এই ইভেন্টে দু’জনই বাংলাদেশী হওয়ায় খুশি কোচ ফ্রেডরিক মার্টিন, ‘আমি খুবই খুশি যে বাংলাদেশের দু’জন একই ইভেন্টের ফাইনালে। এই একটা ইভেন্ট নিয়ে আমাকে আর টেনশন করতে হবে না।’ কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের সেমিতে বন্যা আক্তারকে ১৪৩-১৩৮ সেট পয়েন্টে হারান রোকসানা আক্তার। ফাইনালে আজ রোকসানার প্রতিপক্ষ ইরাকের ফাতিমাহ আল মাসাদানি। ফাইনালে ওঠতে না পারলেও ব্রোঞ্জ জিতেন বন্যা। এস্তোনিয়ার ইমিলি হইমকে ১৩৯-১৩৭ সেট পয়েন্টে হারান তিনি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ফাইনালে ওঠেছে বাংলাদেশ। বাই পেয়ে সরাসরি সেমিতে ওঠেন রোমান সানা-তামিমুল-ইব্রাহিমরা। সেমিতে ইরাককে ৫-১ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। আজ ফাইনালে তারা খেলবে নেপালের বিপক্ষে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাই পেয়ে সরাসরি ফাইনালে বাংলাদেশ। রাদিয়া আক্তার শাপলা, বিউটি রায়, নাসরিন আক্তাররা ফাইনালে আজ খেলবেন আজারবাইজানের গাসিমোভা, ইবাদোভা, রামাজানোভার বিপক্ষে। রিকার্ভ মিক্সড টিমে রোমান সানা এবং নাসরিন আক্তার ফাইনালে ওঠেছেন। সেমিতে সানা-নাসরিন জুটি কিরগিজস্তানকে ৬-২ সেটে হারান। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুরস্ক। কম্পাউান্ড নারী দলগত, পুরুষ দলগত এবং কম্পাউন্ড মিক্সড দলগত ইভেন্টে বাই পেয়ে ফাইনালে বাংলাদেশ।
×