ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে খেলতে আশাবাদী ওজিল

প্রকাশিত: ০৭:২২, ৯ মে ২০১৮

বিশ্বকাপে খেলতে আশাবাদী ওজিল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও দুশ্চিন্তাও যেন ঘনিয়ে আসছে। দলটির একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ছেন। ইতোমধ্যে অধিনায়ক ও তারকা গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের চোট্রে কারণে বাইরে আছেন। কিছুদিন আগে আঘাত পেয়েছেন ডিফেন্ডার জেরোমে বোয়েটেং। এবার এই তালিকায় যোগ হয়েছেন তারকা মিডফিল্ডার মেসুত ওজিল। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচ খেলতে পারেননি ২৯ বছর বয়সী এই প্লেমেকার। তবে ওজিল সমর্থকদের আশ্বস্ত করেছেন যে তিনি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন। প্রিমিয়ার লীগে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। কিন্তু পিঠের চোটের কারণে ওই ম্যাচে দর্শক সারিতে ছিলেন ওজিল। আশঙ্কা করা হচ্ছে এই মৌসুমে ক্লাবের হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার। যদিও গানার্সদের ম্যাচ বাকি আছে মাত্র দুটো। মৌসুমের শেষ দুই ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ লিচেস্টার সিটি ও হাডার্সফিল্ড। ওজিল অবশ্য বুঝতে পারছেন ওই দুটো ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তবে জার্মান মিডফিল্ডার আশাবাদী বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। ১৭ জুন মেক্সিকোর বিপক্ষের ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। ওজিল আত্মবিশ্বাসী খেলবেন প্রথম ম্যাচেই। সমর্থকদের আশ্বস্ত করে ওজিল বলেছেন, এটা দুঃখের বিষয় যে পিঠের ইনজুরির কারণে রবিবারের ম্যাচটা আমি মিস করেছি। সুস্থ হয়ে উঠতে আমার আর কিছুদিন সময় লাগবে। কিন্তু আমি নিশ্চিত বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠব। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ওজিলকে লন্ডনে নিয়ে আসেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। সেই ফরাসী কোচই রবিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শেষবারের মতো ডাগআউটে দাঁড়িয়েছেন। প্রিয় মাঠে গুরুর বিদায়ী ম্যাচে খেলতে না পেরে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন ওজিল। তবে আর্সেনাল তারকা গর্বিত পাঁচ বছর ধরে তার অধীনে খেলতে পেরে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওজিল লিখেছেন, ‘আবারও আমি আমাদের বসকে ধন্যবাদ জানাতে চাই। ওয়েঙ্গার আপনার জন্য খেলতে পারাটা সত্যিই সম্মানের।’
×