ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুমানাদের তৃতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৭:২১, ৯ মে ২০১৮

রুমানাদের তৃতীয় ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে আজ অনুষ্ঠিত হবে। কিম্বার্লিতে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। দুই দলের মধ্যকার এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে। দুটিতেই হেরেছে বাংলাদেশ। নাজেহাল হয়েছে। প্রথম ওয়ানডেতে ১০৬ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে বিশাল ব্যবধানে হার হয়েছে। আজ যদি বাংলাদেশ হারে তাহলে সিরিজ হার হয়ে যাবে। যদি জিততে পারে তাহলে সিরিজে টিকে থাকবে। পারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজে টিকে থাকতে? প্রথম দুই ওয়ানডেতে যে করুণ দশা হয়েছে তা বজায় থাকলে কোনভাবেই সম্ভব নয়। আর যদি চমক জাগাতে পারে তাহলে সম্ভব। দ্বিতীয় ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি। ৩৩ ওভার বাকি থাকতেই হার হয়েছে। ৮৯ রানেই অলআউট হয়ে গেছে। প্রথম ওয়ানডেতে তাও একটু ভাল খেলা গেছে। তারপরও ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অথচ এই দলটিই প্রস্তুতি ম্যাচে কত ভাল খেলেছিল। এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেছিলেন, ‘আমরা জেতার জন্যই খেলি।’ সঙ্গে বলেছিলেন, ‘কিন্তু দীর্ঘ এক বছর পর আমরা আন্তর্জাতিক সফরে যাচ্ছি। হার-জিত খেলার অংশ। কিন্তু আমি মনে করি, এটা আমাদের অভিজ্ঞতা অর্জনে কাজে লাগবে। ২০১৩ সালে আমরা দক্ষিণ আফ্রিকা গিয়েছিলাম। ২০১৭ সালে তারা আমাদের দেশে এসেছিল। ২০১২ সালেও খেলা হয়েছে। সবমিলিয়ে ওদের সঙ্গে তিনটা সিরিজ কিন্তু খেলেছি অতীতে। বেশি হয়তো জয় ছিল না, হয়তো দুই-তিনটা জয় ছিল। সবমিলিয়ে ওরা বিশ্বের চার নম্বর দল। আমরা নয় নম্বর। তার মানে এই না যে আমরা ভেঙ্গে পড়ছি বা পারি না। আমাদের উদ্দেশ্য থাকবে যেহেতু দীর্ঘ এক বছর পর খেলছি ভাল করব এবং অভিজ্ঞতা অর্জন করব। আমাদের আত্মবিশ্বাস আছে, ভাল কিছু করতে পারব।’ কিন্তু সেই ভালর দেখা কোনভাবেই মিলছে না। প্রস্তুতি ম্যাচে দল যেভাবে খেলেছিল মনে হয়েছিল ভাল কিছু হবে। কিন্তু মূল সিরিজ শুরু হতেই সব উধাও হয়ে যায়। আত্মবিশ্বাসও তলানিতে গিয়ে ঠেকেছে। একেকটি করে ওয়ানডে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতের সব বাজে অবস্থাকে হার মানাচ্ছে বাংলাদেশ। বাজে অবস্থার, বেহাল দশার, করুণ অবস্থার যেন নতুন কষ্টের স্মৃতি জুড়ে যাচ্ছে। প্রথম ওয়ানডেতে ১০৬ রানের হারটি আগের যে সময়ের চেয়ে রানের দিক দিয়ে বড় হার ছিল। দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারল বাংলাদেশ, তা আগের যে কোন সময়ের চেয়ে উইকেটের হারের দিক দিয়ে বড় হার। এর আগে ২০১৩ সালে সেঞ্চুরিয়ানে এবং গত বছর কক্সবাজারে ৮ উইকেটের হারগুলোই উইকেটের দিক দিয়ে সবচেয়ে বড় হার ছিল। এবার সেই হারকেও হার মানিয়ে লজ্জা যুক্ত হয়েছে। প্রথম ওয়ানডেতে যে হার হয়েছে, রানের দিক দিয়ে সবচেয়ে বড় হার ছিল। দ্বিতীয় ওয়ানডেতে যে হার হয়েছে তা উইকেটের দিক দিয়ে সবচেয়ে বড় হার। আজ তৃতীয় ওয়ানডেতে নিজেদের এখন মেলে ধরতে পারলেই হলো।
×