ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন মুখ সাদমান

প্রাথমিক দলে ৩১ ক্রিকেটার

প্রকাশিত: ০৭:১৯, ৯ মে ২০১৮

প্রাথমিক দলে ৩১ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে ৩১ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সামনেই জুনের প্রথম সপ্তাহে আছে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ। এই সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি২০ খেলা হবে। সিরিজগুলোকে সামনে রেখে ১৩ মে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। শুরুতে ক্যাম্প পরিচালনা করবেন জাতীয় দলের স্ট্রেংথ এ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন। তার কাছে ক্যাম্পের প্রথমদিন সকাল পৌনে নয়টায় ৩১ ক্রিকেটারকে রিপোর্ট করতে হবে। প্রাথমিক দলে একজনই নতুন মুখ। তিনি সাদমান ইসলাম। তিনি মূলত ওপেনিং ব্যাটসম্যান। এবার বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) দুর্দান্ত ব্যাটিং করেছেন। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলেন সাদমান। শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছেন। শেষ তিন বিসিএল ম্যাচের দুটিতেই সেঞ্চুরি আছে সাদমানের। আরেকটি ম্যাচে করেছেন ৯৩ রান। আবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শাইনপুকুরের হয়েও দুর্দান্ত ব্যাটিং করেছেন সাদমান। শেখ জামালের বিপক্ষে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাদমান। ঘরোয়া লীগে দুর্দান্ত ব্যাটিং করাতেই বিবেচনায় এসেছেন সাদমান। অনুর্ধ-১৯ দলের ঝলক দেখিয়েছেন সাদমান। ঘোষিত দলে আছেন : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক।
×