ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান টি২০

তিন ম্যাচের সিরিজ শুরু ৫ জুন

প্রকাশিত: ০৭:১৮, ৯ মে ২০১৮

তিন ম্যাচের সিরিজ শুরু ৫ জুন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ভারতের দেরাদুনে টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের টি২০ সিরিজ হবে। সিরিজের সূচী চূড়ান্ত হয়ে গেছে। ৫ জুন প্রথম টি২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। শেষ হবে ৯ জুন। প্রথম টি২০ ৫ জুন, এরপর দ্বিতীয় টি২০ ৭ জুন এবং তৃতীয় ও শেষ টি২০ ৯ জুন অনুষ্ঠিত হবে বলেই বিসিবি সূত্রে জানা গেছে। সবকটি ম্যাচ দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে। ভারতের উত্তরাখ-ের দেরাদুনের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি এখন আফগানিস্তানের ‘হোম ভেন্যু’। আর আফগানিস্তানের মাটিতে এখন খেলা হয় না। আর তাই কোন দলের যদি আফগানিস্তান সফর থাকে, তাহলে দেরাদুনে সেই ম্যাচগুলো খেলতে হবে। বাংলাদেশ তাই ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার দেরাদুনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। এ স্টেডিয়ামটি গত বছরই পূর্ণ রূপ পায়। আগে শুধু রঞ্জি ট্রফির ম্যাচগুলো হতো এখানে। কিন্তু স্টেডিয়ামের ভেতরের অবস্থা খুব ভাল না থাকায় আন্তর্জাতিক ম্যাচ হতো না। এখন এ স্টেডিয়ামে সবধরনের সুবিধা আছে। ফ্লাডলাইটও আছে। বাংলাদেশ থেকে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার দেরাদুনে গিয়ে সকল সুযোগ-সুবিধা দেখেও এসেছে। তাতে সন্তুষ্টিই মিলেছে। আর তাই বিসিবি শেষ পর্যন্ত সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠাতে রাজি হয়েছে। ৩০ মে দেরাদুনের উদ্দেশ্যে সাকিববাহিনীর দেশ ছাড়ারও কথা। এ সিরিজে সাকিব আল হাসানই নেতৃত্ব দেবেন। তিনি যে টি২০ অধিনায়ক। যদিও এখন পর্যন্ত প্রাথমিক দলও ঘোষণা করেনি বিসিবি। ৩১ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। কিন্তু শনিবার তা হয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। অপেক্ষা বাড়ছে। এর পেছনে তাড়াহুড়ো না করার উদ্দেশ্যই জড়িত। যেহেতু খেলা হতে এখনও অনেক সময় বাকি। ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ক্যাম্পের আগে দল ঘোষণা করলেই হলো। সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘দেরি না। এখানে কিছু পরিকল্পনা আছে আমাদের। যেমন মাননীয় বোর্ড প্রেসিডেন্ট সাহেব বলেছেন, বোলিংয়ে ক্যাম্প করানোর জন্য। সেটা একটা কারণ। আর যেহেতু আমরা প্র্যাকটিস শুরু করব ১৩ তারিখ থেকে। সেহেতু আমাদের তিন-চারদিন আগেই টিম দিলে হয়। তাড়াহুড়া করছি না। আরও প্ল্যান করে সুন্দরভাবে কি করা যায় যেগুলো মাথায় এনে পরিকল্পনা করছি।’ সঙ্গে যোগ করেন, ‘এবার ঢাকা লীগ, বিসিএল এবং জাতীয় লীগে যেসব পেসার এবং স্পিনার ভাল করেছে, তাদের নিয়ে ক্যাম্প করার জন্য বোর্ড প্রেসিডেন্ট বলেছেন। সেটা নিয়ে আমরা আলাদা ক্যাম্প করব।’
×