ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ ওপেনের শেষ ষোলোয় শারাপোভা

প্রকাশিত: ০৭:১৭, ৯ মে ২০১৮

মাদ্রিদ ওপেনের শেষ ষোলোয় শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছেন। ক্লে-কোর্টে একটা সময় বেশ দুর্দান্ত ছিলেন তিনি। ৫ গ্র্যান্ডস্লামের দুটিই তিনি ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন। এবার চলতি মাসের শেষদিকে ফ্রেঞ্চ ওপেনের আগে তাই ক্লে কোর্টে নিজেকে ভালভাবে ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন চলমান মাদ্রিদ ওপেনে। সেই চেষ্টাটা বেশ ভালই হচ্ছে সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভার। রোমানিয়ার ক্যামেলিয়া বেগুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন এ রাশিয়ান সুন্দরী। এছাড়া দুই নম্বর বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ও ৭ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া উঠেছেন শেষ ষোলোয়। স্পেনে এবার পা রাখার ঠিক আগ মুহূর্ত টানা ৪ পরাজয়ের গ্লানি ছিল শারাপোভার সঙ্গী। অবশ্য দুটি ম্যাচও জিতেছিলেন। তবে মাদ্রিদ ওপেনের শুরুটা ভালভাবেই করেছেন প্রথম রাউন্ডে জিতে। সোমবার দ্বিতীয় রাউন্ডেও বেশ ভালভাবেই নিজেকে মেলে ধরতে পেরেছেন। বেগুকে ৯২ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-১ সেটে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছেন তিনি। তবে কোয়ার্টারের লড়াইয়ে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতায়ই পড়তে হবে তাকে। ফ্রান্সের ক্রিস্টিনা লাদেনোভিচের সঙ্গে ম্যাচ। গত বছর মাদ্রিদে কানাডিয়ান সুন্দরী ইউজেনি বাউচার্ডের কাছে এক তুমুল আলোচিত ম্যাচে হেরে বিদায় নিয়েছিলেন শারাপোভা। ডোপপাপের নিষেধাজ্ঞা কাটিয়ে সবেমাত্র তখন ফিরে কোর্টে খেলতে শুরু করেছেন এ রাশিয়ান তারকা। কিন্তু বাউচার্ড কোনভাবেই এটাকে গ্রহণযোগ্য মনে করেননি। তীব্র সমালোচনা করেন তিনি। শেষ পর্যন্ত দু’জনের মুখোমুখি লড়াইয়েও হেরে যান শারাপোভা। গত বছর ১৫ মাসের নিষেধজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই নিজের ফর্ম ও ফিটনেসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আবার উরুর ইনজুরিতে পড়ে আরেকটু বাধাগ্রস্ত হয় তার ফেরার সংগ্রামটা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়েছিলেন। কিন্তু এ্যাঞ্জেলিক কারবারের কাছে বাজেভাবে হেরে বিদায় নেন। এরপর প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন দোহা, ইন্ডিয়ান ওয়েলস ও স্টুটগার্টে। বর্তমানে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ৫২ নম্বর অবস্থানে আছেন শারাপোভা। এখান থেকে ক্রমেই নিজেকে ওপরের দিকে নিয়ে আসতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মাদ্রিদে ভাল করতে পারলে আসন্ন ফ্রেঞ্চ ওপেনে দারুণ কিছু করার জন্য ভাল অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস পাবেন তিনি। এছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছেন ডেনমার্কের সুন্দরী ওজনিয়াকি অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টিকে ৬-২, ৪-৬, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন। ফরাসী তারকা গার্সিয়া ৬-৩, ৭-৫ সেটে ক্রোয়েশিয়ার পেত্রা মারটিচকে, লাদেনোভিচ ৬-৪, ৪-৬, ৬-৩ সেটে চীনের ঝেং শুয়াইকে হারিয়ে উঠে গেছেন কোয়র্টার ফাইনালে। তবে ১৫ নম্বর বাছাই লাটভিয়ার আনাস্তাসিয়া সেবাস্তোভা বিদায় নিয়েছেন। তিনি হল্যান্ডের কিকি বার্টেন্সের কাছে ৬-১, ৬-৪ সেটে হেরে যান। এদিকে পুরুষদের ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৩ নম্বর বাছাই আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজম্যান ও স্বদেশী ফেডেরিকো ডেলবোনিস, ফ্রান্সের বেনো পেইরে, কানাডার মিলোস রাওনিচ। কিন্তু জার্মানির উদীয়মান বিস্ময় মিশচা ভেরেভ, রাশিয়ার ক্যারেন খাচানোভ, ফ্রান্সের জুলিয়েন বেনেশু ও ১৫ নম্বর বাছাই ফ্রান্সের লুকাস পাউলি বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই।
×