ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেইন ও ফিঞ্চের কাঁধে অস্ট্রেলিয়ার নেতৃত্ব

প্রকাশিত: ০৭:১৬, ৯ মে ২০১৮

পেইন ও ফিঞ্চের কাঁধে অস্ট্রেলিয়ার নেতৃত্ব

স্পোর্টস রিপোর্টার ॥ টেম্পারিং কলঙ্কে আলোচিত কেপটাউন টেস্টের শেষ দু’দিনেই দায়িত্ব পালন করেন টিম পেইন। পরে এক বছরের জন্য নিষিদ্ধ হন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেয়িলয়া (সিএ) তখন জানিয়ে দেয়, দলে ফিরলেও আর কখনই নেতৃত্ব পাবেন না তারা। বেশ কিছুদিন ধরেই তাই আলোচনায় ছিল, কে হচ্ছেন কুলিন দেশটির নতুন অধিনায়ক? আপাতত সেই জল্পনার অবসান হলো। জুনে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টিম পেইনকে ওয়ানডে ও এ্যারন ফিঞ্চকে টি২০’র দায়িত্ব দেয়া হয়েছে। অর্থাৎ টেস্ট-ওয়ানডে দুই ভার্সনেই দায়িত্ব সামলাবেন দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর গত এ্যাশেজ দিয়ে দলে ফেরা ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেইন। সেখানে তার ডেপুটি হিসেবে থাকবেন ফিঞ্চ। আর টি২০তে নেতৃত্ব দেবেন হার্ডহিটার এই ব্যাটসম্যান। তাদের স্থায়ীভাবে অধিনায়ক করা হবে কি না, শীঘ্রই জানানো হবে বলে উল্লেখ করেছেন সিএ’র নির্বাচক সভাপতি ট্রেভর হন্স। ৩৩ বছর বয়সী পেইনের প্রথম এ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে। জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় দলে খুব একটা নিয়মিত ছিলেন না উইকেটকিপার-ব্যাটসম্যান পেইন। নবেম্বরেই ফেরেন মোটামুটি দীর্ঘ বিরতির পর। দলে নিয়মিত হতে না পেরে এক সময় তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্তটা প্রায় নিয়েই ফেলেছিলেন। সেই পেইনের হাতেই এখন অস্ট্রেলীয় ক্রিকেট দলকে নতুন দিনে এগিয়ে নেয়ার মশাল। প্রধান নির্বাচক ট্রেভর হন্স পেইনের মধ্যে দেখতে পাচ্ছেন নেতৃত্বগুণ, যেটি এই মুহূর্তে বেশি প্রয়োজন, ‘পেইন খুব শক্ত একজন নেতা। তার অস্ট্রেলীয় দলকে নেতৃত্ব দেয়ার সব গুণাবলিই আছে।’ বলেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের ১ বছর আগে এই ঘোষণা আসলেও তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূলত নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার এখন দলে ধারাবাহিকতা ও দৃঢ়তা খুঁজছেন। এছাড়া অভিজ্ঞ স্পিনার নাথান লেয়ন প্রায় দুই বছর পর ডাক পেয়েছেন ওয়ানডে দলে। ব্যাটসম্যান শন মার্শ এক বছর পর। যেহেতু আগামী বছর ইংল্যান্ডেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাই সামনের এই সফরটি খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগ বলে মনে করেন ট্রেভর হন্স, ‘টুর্নামেন্টের সময় এই কন্ডিশনের মুখোমুখি হতে হবে খেলোয়াড়দের। তাই এখনই ক্রিকেটারদের সুযোগ দেয়ার উপযুক্ত সময় যাতে তারা নিজেদের নির্বাচনের জন্য প্রমাণ করতে পারে।’ বলেন নির্বাচক সভাপতি। পেইন ও ফিঞ্চ যে শুধু এই সিরিজের জন্যই দায়িত্ব পাচ্ছেন তাও জানিয়ে দিয়েছেন হন্স, ‘টিম (পেইন) শক্তিশালী অধিনায়ক এবং এই সিরিজের জন্য দলকে নেতৃত্ব দেবে। এ্যারন (ফিঞ্চ) তাকে সহযোগিতা করবে। আর মাঝেই স্থায়ী ওয়ানডে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’ সফরে পাঁচ ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলবে টেম্পারিং কলঙ্কে টালমাটাল অস্ট্রেলিয়া। জাস্টিন ল্যাঙ্গারের জন্যই কোচ হিসেবে এটি হতে যাচ্ছে প্রথম মিশন। ইংল্যান্ড সফরে অস্ট্রেলীয় দল ওয়ানডে (১৫ সদস্য) : টিম পেইন (অধিনায়ক), এ্যারন ফিঞ্চ, এ্যাশটন এ্যাগার, এ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, নাথান লেয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি আর্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস ও এ্যান্ড্রু টাই। টি২০ (১৪ সদস্য) : এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এ্যাশটন এ্যাগার, এ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, নিক ম্যাডিসন, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি আর্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, এ্যান্ড্রু টাই ও জ্যাক ওয়াইল্ডারমুথ।
×