ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত করা হয়েছে

প্রকাশিত: ০৭:১০, ৯ মে ২০১৮

মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত করা হয়েছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোটা সংস্কার আন্দোলনের নামে ৪৭ বছর ধরে ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধবিরোধী একটি চক্র মুক্তিযোদ্ধাদের সম্মানের ওপর আঘাত হেনেছে। কোটা বাতিলের ফলে সেই স্বাধীনতাবিরোধীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সেই মৌলিক অধিকার বাতিল করতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রস্তুত করে তাদের বংশধরদের তাদের মৌলিক সুবিধা বাতিলের দাবি জানান। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার বংশধরদের আস্ফালনের প্রতিবাদে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের নেতা মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানের ওপর আঘাত করেছে স্বাধীনতাবিরোধী একটি চক্র। কথিত এ আন্দোলনের নামে যা দেখা গেছে তাতেই বোঝা যায় তাদের প্রধান আক্রোশ মুক্তিযোদ্ধাদের প্রতি। আগামী দিনে এরা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার আন্দোলন করবে।
×