ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে রিজেন্ট টেক্সটাইলের

প্রকাশিত: ০৬:৫১, ৯ মে ২০১৮

অকারণে দর বাড়ছে রিজেন্ট টেক্সটাইলের

শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন কথাই বলেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। এর কারণ জানতে কোম্পানিটিকে নোটিস পাঠায় ডিএসই। কিন্তু নোটিসের জবাবে গত ৭ মে কোম্পানিটি ডিএসইকে জানিয়ে, অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। উল্লেখ্য, গত তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার রমজান মাসে ডিএসইর লেনদেন শুরু সকাল ১০টায় আসন্ন রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন সময় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী রমজান মাসে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রমজানে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবে। আর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×