ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনা নেতার যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪৯, ৯ মে ২০১৮

চীনা নেতার যাবজ্জীবন

ঘুষ গ্রহণের দায়ে চীনের কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ কর্মকর্তা ৫৪ বছর বয়সী সান ঝেংকাইকে যাবজ্জীবন কারদ- দেয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির পুলিটব্যুরোর সাবেক এ সদস্যকে এক সময় শীর্ষ নেতৃত্বপদের জন্য এগিয়ে থাকা নেতা মনে করা হতো। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব শীর্ষ নেতা ধরাশায়ী হয়েছেন সান তাদের অন্যতম। দুই কোটি ৬৭ লাখ ডলারেরও বেশি ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। -বিবিসি উইন্ডোজে চলবে ড্রোন উইন্ডোজ ১০-এর জন্য একটি নতুন ড্রোন এসডিকে বানাতে মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই। এর মাধ্যমে নতুন ড্রোনটি থেকে উইন্ডোজ ১০ চালিত পিসিতে ডেটা পাঠানো যাবে, যা ডিজেআই ড্রোনগুলোকে সরাসরি উইন্ডোজ কম্পিউটারে যুক্ত করার ব্যবস্থা করবে। ড্রোনগুলো নিয়ন্ত্রণের সঙ্গে এই এসডিকে ডিজেআই ড্রোনগুলোর মাল্টিস্পেকট্রাল সেন্সর বা কাস্টম এ্যাকুরেটর-এর মতো হার্ডওয়্যারগুলোর মধ্যে সমন্বয় সহজ করবে। এর মাধ্যম নিজেদের ড্রোনের সাহায্যে ব্যবহারকারীদের কাজ করার পরিসরও বৃদ্ধি পাবে। -ভার্জ
×