ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ১১ জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ৯ মে ২০১৮

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ১১ জঙ্গী নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ তালেবান জঙ্গী নিহত হয়েছে। বোমা তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত: বিস্ফোরণ ঘটলে এ প্রাণহানি ঘটে। মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার। মুখপাত্র হারিফ নুরি সিনহুয়াকে বলেন, ‘সোমবার বিকেলে আফগানিস্তানের আন্দার জেলার গুজারা-ই-গিলান গ্রামে এ বিস্ফোরণ ঘটে।’ উল্লেখ্য, তালেবান জঙ্গী ও ইসলামিক স্টেটের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে রাস্তার পাশে বোমা পেতে রাখতে সাধারণত হাতে তৈরি এ ধরনের বোমা ব্যবহার করে থাকে। মঙ্গলবার সকালের দিকে জেলা পুলিশ প্রধান বশির আহমেদ সিনহুয়াকে বলেন, কান্দাহার প্রদেশের দক্ষিণের মেওয়ান্দ এলাকায় সোমবার এক বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ প্রতিবেদনের বিষয়ে তালেবান জঙ্গী গ্রুপের কোন মন্তব্য পাওয়া যায়নি। ছয় বছরমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় স্বাক্ষর করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভøøাদিমির পুতিন ২০২৪ সাল পর্যন্ত দেশটির উন্নয়ন পরিকল্পনা ‘মে ডিক্রি’ স্বাক্ষর করেছেন। ক্রেমলিন প্রেস-সার্ভিস একথা জানিয়েছে। খবর তাসের। এর আগে পুতিন ক্রেমলিনে এক উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। পুতিন দ্বিতীয় ছয় বছর মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ এই ডিক্রিতে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণের পর পুতিন ২০১২ সালের ৭ মে’র একাদশ ডিক্রির ঐতিহ্য অব্যাহত রাখতেই তিনি এটিতে স্বাক্ষর করেন।
×