ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিষ্য নাজিবের বিরুদ্ধে লড়ছেন মাহাথির

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন আজ

প্রকাশিত: ০৬:৪৭, ৯ মে ২০১৮

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন আজ

আজ বুধবার মালয়েশিয়ায় কাক্সিক্ষত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নাজিবের সাবেক পরামর্শদাতা মাহাথির মোহাম্মদ, যিনি দেশটিতে টানা ২২ বছর প্রধানমন্ত্রী থেকে মালয়েশিয়াকে একটি আধুনিক রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন। মালয়েশিয়ায় আজকের নির্বাচনে ভোটারদের সামনে যে কোন একটি পথ খোলা আছে, হয় তারা ৯২ বছর বয়সী সাবেক নেতা মাহাথির মোহাম্মদকে তৃতীয়বার দেশটির ক্ষমতায় দেখার জন্য বেছে নেবেন, না হয় বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক, যিনি একটি রাষ্ট্রীয় বিনিয়োগ ফান্ড থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগে অভিযুক্ত তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। খবর ইয়াহু নিউজের। গত ছয় দশক ধরে ক্ষমতায় থাকা নাজিবের ক্ষমতাসীন দলটি ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নাজিবের বিরোধিতা করে মাহাথির সরকারী দল ইউনাইটেড মালয়াস ন্যাশনাল অরগানাইজেশন (ইউএনও) দল থেকে বের হয়ে বিরোধী দলে যোগ দিলে দলটি মাহাথিরকে এই নির্বাচনে নাজিবের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে। মার্কিন তদন্ত কর্মকর্তারা জানান, নাজিবের সহযোগিতায় ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ ফান্ড থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার পরিমাণ অর্থ আত্মসাত করা হয়। এছাড়া বিভিন্ন সময় ৭শ’ মিলিয়ন ডলার নাজিবের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। তবে নাজিব এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। নাজিবের ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের এই কেলেঙ্কারির ঘটনা মালয়েশিয়ার মিত্র দেশ যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের তদন্তে বের হয়ে আসে। ২০১৫ সালে পণ্য ও সেবায় কর আরোপের বিষয়টি দরিদ্র মালয়দের মনে রয়েছে। এসব বিষয় ভোটারদের ভোট দেয়ার সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলতে পারে। মার্দেকা সেন্টার ফর ওপিনিয়ন রিসার্চের সহপ্রতিষ্ঠাতা ইব্রাহিম সুফিয়ান বলেন, ‘নির্বাচনের প্রচারাভিযানে অর্থনীতি ও জীবনযাপনের ব্যয় নিয়ে কথা বলা হচ্ছে, তবে দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আসলে কে দেশটির অধিকাংশ মুসলিম নাগরিকদের যোগ্য প্রতিনিধিত্ব করতে পারবেন, সেটি নিয়ে ততটা কথা বলা হচ্ছে না।’ পর্যবেক্ষকরা মনে করেন, ক্ষমতাসীন জোট আজকের ভোটাভুটিতে বিজয়ী হতে পারেন, যদিও দলটির কিছু ভোট তাদের ব্যালট বাক্সে না পড়ে বরং হাত ছাড়া হয়ে যেতে পারে।
×