ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইসির নির্দেশনা মেনে চলার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৬:০৯, ৯ মে ২০১৮

ইসির নির্দেশনা মেনে চলার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় এবং স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় ইসির বেঁধে দেয়া নির্দেশনা মেনে চলার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, দায়িত্ব পালনের জন্য গণমাধ্যমকর্মীদেন জন্য কোন নতুন নীতিমালা করা হচ্ছে না। তবে ভোটের দিন সংবাদ সংগ্রহ, সরাসরি সম্প্রচার ও ভোটকেন্দ্রে ইসির দেয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি সচিব একথা বলেন। বিভিন্ন নির্বাচনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, প্রচার, প্রতিবেদন প্রকাশ এবং ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ, প্রকাশ ও প্রচার বিষয়ক একটি নীতিমালা প্রণয়ন শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিশনের নির্দেশনায় বলা হয়, প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না। সাংবাদিকরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। কোন প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করা থেকে বিরত থাকবেন। সাংবাদিকরা কোন প্রার্থী বা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোন ধরনের কর্মকা- থেকে বিরত থাকবেন। নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য সংবিধান, নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলবেন। প্রস্তাবিত নীতিমালায় নতুন কিছু প্রস্তাব সংযোজন করা হয়। তাতে বলা হয়- ভোটদানের ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। ভোটকেন্দ্রে কর্মরতদের সাক্ষাতকার নেয়া যাবে না, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলা যাবে না, ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না, ভোট গণনার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা যাবে না এবং একই সঙ্গে একাধিক সাংবাদিক একই কক্ষে প্রবেশ করতে পারবে না।
×