ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমানের ওপর অসন্তোষ মন্ত্রীর

প্রকাশিত: ০৬:০৮, ৯ মে ২০১৮

বিমানের ওপর অসন্তোষ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিমানের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল। তিনি বলেন, বিমান থেকে যাত্রী নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট নই। অন্যের কথা কী বলবো। বার বার বলার পরও পরিস্থিতির কোন উন্নতি নেই। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রাক-বাজেট এক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কর্নেল ফারুক খান উপস্থিত ছিলেন। মন্ত্রী শাহজাহান কামাল বলেন, আমাকে দুই মন্ত্রী বলেছেন লাগেজ যদি দ্রুত দিতে পারেন তাহলে সবাই আপনার কথা মনে রাখবে। মরক্কোর একটি উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তারা ২০ মিনিটের মধ্যে লাগেজ দেয়। তাহলে আমরা কেন পারি না। এ বিষয়ে নিরসনে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলের সঙ্গে কথা বলেছি। তিনি দুই মাস সময় নিয়েছেন। এ সময় বিমান বাংলাদেশ মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সমস্যা সমাধনে কী দরকার তা জানান। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পক্ষ থেকে পর্যটন উন্নয়ন : আমাদের জাতীয় বাজেট ও প্রত্যাশার ওপর একটি প্রেজেন্টেশন দেন সংগঠনটির উপদেষ্টা মাসুদ হোসেন।
×