ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৩২ পাউন্ড টিউমার

প্রকাশিত: ০৬:০৭, ৯ মে ২০১৮

১৩২ পাউন্ড টিউমার

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক নারীর দেহ থেকে ১৩২ পাউন্ড ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। ওই নারীর ওভারিতে এই ক্যান্সার টিউমারটির সংক্রমণ হয়। কার্নিকাটের ডানবেরি হাসপাতালে পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার করে এই টিউমার অপসারণ করা হয়। এতে অংশ নেন ১২ জন সার্জন। গত ১৪ ফেব্রুয়ারি এই অস্ত্রোপচার করা হয়। তবে টিউমার আক্রান্ত ওই নারীর পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারে অংশ নেয়া সার্জন ডাঃ ভ্যান আন্দিকিয়ান জানান, ওই নারীর বাম ওভারি থেকে এই টিউমারটি বেড়ে ওঠে। আমরা অস্ত্রোপচার করে বিশাল টিউমারটি অপসারণ করি। টিউমার আক্রান্ত টিস্যুগুলোও আমরা সরিয়ে ফেলি। ওজনের দিক থেকে এটি পৃথিবীর শীর্ষ ১০ বা ২০ এর তালিকায় থাকা টিউমার হতে পারে বলে ধারণা চিকিৎসকদের। টিউমারটির কারণে স্বাভাবিকভাবে হাঁটতে অথবা খাবার খেতে পারতেন না ৩৮ বছর বয়সী ওই নারী। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড হাসপাতালে ৩০৩ পাউন্ড ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এটিই পৃথিবীতে অপসারণ করা সব থেকে বড় টিউমার বলে ধরা হয়।-সিএনএন
×