ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু ॥ অন্যত্র ৩

প্রকাশিত: ০৬:০৬, ৯ মে ২০১৮

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু ॥ অন্যত্র ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সুনামগঞ্জেই মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া হবিগঞ্জ, নেত্রকোনা ও বরিশালে তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। মঙ্গলবার বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টারও নিজস্ব সংবাদদাতাদের। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ^ম্ভরপুর, দোয়ারাবাজার ও দিরাইয়ে বজ্রপাতে পাঁচ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন কৃষাণী ও তিন জন কৃষক। এতে আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে হাওড়ে ধান কাটা অবস্থায় এই হতাহতের ঘটানা ঘটে। নিহতরা হলেন বিশ^ম্ভরপুরে পুরানগাঁও গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী শাহারা বানু (৫৫) ও শাহপুর গ্রামের কৃষাণী সরিমা বেগম (২২)। তাহিরপুর ভাঁটি তাহিরপুরে গ্রামের মুজুল হোসেনের ছেলে মোঃ নূর হোসেন (২৮), দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়নের ধমবন গ্রামের আসাদ আলীর ছেলে মোঃ ফেরদৌস (১২) এবং দিরাই উপজেলার টংগর গ্রামের মুসলেহ উদ্দিন (৭০)। বজ্রপাতে আহতরা হলেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামার গ্রামের ওহেদ আলীর ছেলে তৈয়বুর রহমান, সাহেব আলীর ছেলে নবী হোসেন ও একই গ্রামের আব্দুল আহাদের ছেলে মোঃ আব্দুর রহমান। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত দুসপ্তাহে সুনামগঞ্জে বজ্রপাতে ২২ জন মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। নেত্রকোনা ॥ খালিয়াজুরি গাজীপুর ইউনিয়নের বারহারা হাওড়ে মঙ্গলবার সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। তার নাম ইসলাম উদ্দিন (৫৫)। বাড়ি গাজীপুর ইউনিয়নের মসজিদপাড়া গ্রামে। ইসলাম সকালে বারহারা হাওড়ের নিজ জমিতে ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। হবিগঞ্জ ॥ মঙ্গলবার দুপুরে বানিয়াচঙ্গের মুরাদপুর হাওড়ে জুবাইল মিয়া (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মর্দনপুর গ্রামের মোতাহিল মিয়ার পুত্র। হাওড়ে ধান কাটার সময় প্রবল বৃষ্টির মাঝেই বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময় হোসেনপুর গ্রামের গৃহবধূ ফিরোজা বেগম বাড়ির আঙ্গিনায় বজ্রপাতে গুরুতর আহত হন। এছাড়া বজ্রপাতে শহরের ফায়ার সার্ভিস এলাকায় দেওয়ান মহিবুর রহমানের বাসার গ্যাস মিটারে আগুন ধরে গেলে এলাকার লোকজন প্রাণরক্ষায় চিৎকার শুরু করলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের অঘটন থেকে এলাকাবাসী রক্ষা পায়। বরিশাল ॥ আগৈলঝাড়া চেঙ্গুটিয়া এলাকার চৌদ্দমেদা বিলে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক মারা গেছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। জানা গেছে, চেঙ্গুটিয়া গ্রামের বেল্লাল তালুকদারের জমিতে কুষ্টিয়া থেকে আসা ১০ শ্রমিক ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে শ্রমিক খোকন প্রামাণিক (২৮) ও অপর তিন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত বলে ঘোষণা করেন। খোকন কুষ্টিয়া খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামাণিকের পুত্র। অপর আহত তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বাড়িও একই এলাকায়।
×