ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছে ভারতের ‘ঐরাবত’

প্রকাশিত: ০৬:০৫, ৯ মে ২০১৮

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছে ভারতের ‘ঐরাবত’

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষের জন্য ত্রাণসামগ্রী নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘ঐরাবত’ চট্টগ্রাম নৌ বন্দরে পৌঁছেছে। আজ বুধবার সকালে এই ত্রাণসামগ্রী বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত। মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর জাহাজ ত্রাণসামগ্রী নিয়ে গত ৫ মে বিশাখাপত্তনম বন্দর থেকে রওনা দিয়ে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আজ বুধবার সকার ৯টায় এই ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব ত্রাণসামগ্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দফায় মানবিক বিবেচনায় ভারতের এই ত্রাণ সহায়তা হস্তান্তর করা হচ্ছে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম দফায় ৯৮১ মেট্রিক টন ত্রাণ সহায়তা দিয়েছে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, লবণ, তেল, চা, নুডুলস, বিস্কুট, মশারি নেট ইত্যাদি। এই ত্রাণসামগ্রী সে সময় জরুরিভাবে তিন লাখ শরণার্থীর চাহিদা মোকাবেলার জন্য দেয়া হয়েছিল। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বাংলাদেশের যে কোন সঙ্কটে ভারত জরুরীভাবে তাৎক্ষণিক ও দ্রুত সাড়া দিয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় হাইকমিশন।
×