ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবুবাজার ও তেজগাঁওয়ে ১৪ জনের কারাদণ্ড

অপরিশোধিত পানি ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

প্রকাশিত: ০৬:০৪, ৯ মে ২০১৮

অপরিশোধিত পানি ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ভেজাল ওষুধ আর পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পুরানো ঢাকার বাবুবাজারে ভেজাল ওষুধ আর তেজগাঁওয়ে অপরিশোধিত পানি বিক্রির দায়ে মোট ১৪ জনকে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জানা গেছে, ভেজাল ও নকল ওষুধ বিক্রি এবং প্রতারণার অভিযোগে রাজধানী বাবুবাজারে পাঁচজনকে কারাদ- ও আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত র‌্যাব-৩ ও ওষুধ প্রশাসন অধিদফতর বাবুবাজারের পাইকারি ওষুধের দোকানে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দণ্ডপ্রাপ্তরা হলেন, খায়রুল ইসলাম রবিন (৩০), সুমিত দাস (৩০), দিপু বর্মন (২৫), আবিদ হোসেন (২২) ও আবদুস সাত্তার (৩৬)। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, নকল ভ্যাকসিন, নকল বিদেশী ওষুধ, এমনকি বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। কারা কীভাবে সরকারী ওষুধ বাজারে নিয়ে আসে তা খতিয়ে দেখা প্রয়োজন। নকল ওষুধ ভোক্তাদের অধিকার রক্ষার পরিবর্তে ক্ষতি করছে। আটককৃতরা দোষ স্বীকার করায় দুই বছর করে কারাদ- ও মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেন র‌্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত, কোম্পানি কমান্ডার মেজর মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুলসহ বিভিন্ন পর্যায়ের ৮০ জন র‌্যাব সদস্য এবং ওষুধ প্রশাসন অধিদফতরের ছয়জন বিশেষজ্ঞ কর্মকতা। অপরিশোধিত পানি বিক্রির দায়ে ৯ জনকে কারাদ- ॥ এদিকে পানি পরিশোধন না করে বাজারজাত করায় রাজধানীর তেজগাঁও এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা, দুই হাজার দুই শ’ পানির জার ধ্বংস এবং ছয় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তেজগাঁওয়ে ৭টি প্রতিষ্ঠানে র‌্যাব-২ ও বিএসটিআই এর সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার আইনে ছয়টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষিত ফিউচার ফুড এ্যান্ড বেভারেজ এর আব্বাস উদ্দিনকে ৬ মাসের জেল, আই ড্রিংকিং ওয়াটারের মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার, কোল্ড বেভারেজ ড্রিংকিং ওয়াটারের এফএম নাছির উদ্দিনকে এক লাখ, ক্রিম সুইট এর হারুন-অর রশিদকে ৫০ হাজার, নবজীবন ড্রিংকিং ওয়াটার এর জয়নাল আবেদীনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্টেশন রোড ফুড ব্যবসায়ী মালিক সমিতি মার্কেটের মোঃ কালু সেলিম, গোলাম রাব্বিকে এক বছর করে, মোহাম্মদ আলী ও মোঃ রনিকে নয় মাস এবং আব্দুর রহমান, সুজন, রুবেল ৬ মাস এবং সারোয়ার নামে একজনকে তিন মাসের কারাদ- দেয় আদালত। অভিযানকালে উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম ও র‌্যাব-২ এর সিনিয়র এএসপি শহীদুল ইসলাম।
×