ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৫ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:০০, ৯ মে ২০১৮

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৫ শিক্ষার্থী

২০১৭ সালের জন্য পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ১৬৫ জন কৃতী শিক্ষার্থী (পাবলিক বিশ^বিদ্যালয়ের ১৬৩ ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ২ জন) স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে ইউজিসির উদ্যোগে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে ইউজিসির উদ্যোগে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×