ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুতার ভেতরে ডেজার্ট!

প্রকাশিত: ০৫:৫৯, ৯ মে ২০১৮

জুতার ভেতরে ডেজার্ট!

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ডিনারে জুতার ভেতরে ডেজার্ট পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের জনপ্রিয় এক পাচক। রাষ্ট্রীয় সফরে আসা অতিথির সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক কোন কিছু তার সামনে পরিবেশনের অনুমতি মিলল কীভাবে এই প্রশ্নও তুলেছেন অনেকেই। আবের পাতে জুতার ভেতরে ডেজার্ট পরিবেশনের সুযোগ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অগ্রহণযোগ্য কাজ’ করেছেন বলেও মন্তব্য কূটনীতিকদের। তারা বলছেন, খাবার ঘরের টেবিলে জুতার উপস্থিতিকে ভাল চোখে দেখা হয় না বিশ্বের বেশিরভাগ সংস্কৃতিতেই। বাইরের জুতা ঘরের ভেতরে দেখতে নারাজ জাপানিদের ক্ষেত্রে এ ধরনের আচরণ আরও অভব্য। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার স্ত্রী আকি আবে ইসরায়েল সফরে গেলে তাদের ডিনারে জুতার ভেতরে মোড়ানো এ ডেজার্ট সরবরাহ করা হয়। উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকের পর গত ২ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর সরকারী বাসভবনে জাপানের প্রধানমন্ত্রীর উদ্দেশে দেয়া ভোজে এ ঘটনা ঘটে। খ্যাতনামা ইসরায়েলি পাচক সেগেভ মোশে দ্বিতীয়বার জাপান সফরে আসা শিনজো-আকি দম্পতিকে ডিনার পরিবেশন করেছিলেন। উপাদেয় একের পর এক খাবারের ধারাবাহিকতায় জাপানি প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে শৈল্পিক উপস্থাপনায় চকচকে চামড়ার জুতায় পরিবেশন করা হয় সুস্বাদু চকলেট প্রলাইনস।-এনডিটিভি
×