ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যসব স্বাস্থ্য ভাবনা

প্রকাশিত: ০৭:৫৯, ৮ মে ২০১৮

অন্যসব স্বাস্থ্য ভাবনা

লবঙ্গের গুণাবলী ০ সর্দি-কাশিতে লবঙ্গ খুব উপকারী ০ প্রাকৃতিক মুখগহ্বর পরিষ্কারকারক ০ বমি ভাব কমিয়ে দেয় ০ বদ হজম দূর করে ০ পেট ফাঁপা কমায় ০ মুখগহ্বরের ক্ষত কমায় ০ দাঁতের ব্যথা ও মাড়ির রক্তক্ষরণ কমায় ০ উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমায় ০ রক্ত সঞ্চালন বাড়ায় ০ এন্টি সেপটিক হিসেবে কাজ করে চিজের গুণাবলী ০ চিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ০ হাড়কে শক্ত করে। ০ ঘুম ভাল হয়। ০ জ্বলজ্বলে ত্বক দেয়। ০ মাসিক শুরুর ব্যথা বেদনা কমিয়ে দেয়। ০ দাঁতের ক্ষয়রোধ করে। শসার ১০ উপকারী দিক ১. অস্থি সন্ধির ব্যথা দূর করে ২. কোলেস্টেরল মাত্রা কমায় ৩. ওজন কমতে সাহায্য করে ৪. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে ৫. ক্যান্সারবিরোধী শসা ৬. ব্রণ দূর করে ৭. চোখের নিচে কালি ও ফোলা দূর করে ৮. মসৃণ ত্বক আনয়ন করে ৯. মাথা যন্ত্রণা দূরে রাখে ১০. শরীরে যথেষ্ট পরিমাণ পানি সরবরাহ করে
×