ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিগুরু স্মরণে ডিএমএসে ‘তুমি রবে নিরবে’

প্রকাশিত: ০৭:১৭, ৮ মে ২০১৮

কবিগুরু স্মরণে ডিএমএসে ‘তুমি রবে নিরবে’

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক মধ্যবিত্ত মননে আজও বাজে কবিগুরুর অনিন্দ্যসুন্দর সব গান। আনন্দ, বেদনা, বিরহ কিংবা ভালবাসা প্রতিটি প্রকাশেই বাংলা ভাষাভাষির প্রাণের আশ্রয় রবীন্দ্রনাথ। অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা সর্বস্ব বাঙালীদের জীবনে একটি ক্ষেত্রেই বোধহয় ব্যতিক্রম, আর সেটা রবীন্দ্রনাথ। আজ ২৫ বৈশাখ কবিগুরুর ১৫৭তম জয়ন্তী। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা এবং তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করেছে কবিগুরুর গান ‘তুমি রবে নিরবে’। গেয়েছেন শ্রাবন্তী সাহা ও শাওন গানওয়ালা। সঙ্গীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রীত রেজা। আলোকচিত্রী হিসেবেই প্রীত রেজার নামডাক বেশি শোনা যায়। আমেরিকাতে এর আগে মিউজিক ভিডিও পরিচালনা করলেও, এবারই প্রথম বাংলাদেশে মিউজিক ভিডিও পরিচালনা করলেন প্রীত রেজা। এতে মডেল হিসেবে দেখা যাবে শ্রাবন্তী সাহা এবং জোভানকে। রাজধানীর বুয়েট এবং আলিয়ঁস ফ্রঁসেস সেন্টারে দুই দিন ভিডিও ধারণ করা হয়েছে গানটির। ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত চর্চা করা শ্রাবন্তী সাহা জানালেন, আমি মনেপ্রাণে রবীন্দ্রনাথকে লালন করি। প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাঁকে স্মরণ করি। তাঁর কবিতা, গানের কথা, গল্পের ভেতরে উঠে আসা চরিত্র দিয়েই জড়িয়ে রাখি আমার অনুভূতি। এই গানটি যেন আমার সেই আবেগের বহির্প্রকাশ। গানের সঙ্গে মিল রেখেই ভিডিওটিতে নান্দনিকতার ছোঁয়া দিয়েছেন প্রীত রেজা। আশা করছি গানটি রবীন্দ্রপ্রেমীসহ সব শ্রেণীর দর্শক-শ্রোতার ভাল লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, গতকাল ২৪ বৈশাখ সোমবার তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি গানটি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে শোনা যাচ্ছে।
×