ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রজয়ন্তীতে কামাল আহমেদের একক সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৭:১৬, ৮ মে ২০১৮

রবীন্দ্রজয়ন্তীতে কামাল আহমেদের একক সঙ্গীতসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে রাজশাহী বেতার শিল্পী সংস্থা। আজ ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে ‘আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী’ শিরোনামে রাজশাহী নগরীর নানকিন দরবার হলে সন্ধ্যা ৬-৩০ মিনিটে একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যগুরু বজলুর রহমান বাদল, একুশে পদকপ্রাপ্ত প-িত অমরেশ রায় চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেছা তালুকদার, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক তৌহিদা চৌধুরী ও বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ হাসান আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক। রাজশাহী বেতার শিল্পী সংস্থা আয়োজিত ‘আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী’ অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ ইতোমধ্যে সঙ্গীতাঙ্গনে তার মেধা ও চর্চার প্রভাব রেখে চলছেন। তিনি শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার অগ্রপথিক। রবীন্দ্রসঙ্গীতকে তিনি মিলিয়েছেন তার যাপিত জীবনের সঙ্গে। তাই তো রবীন্দ্রনাথকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন দৃপ্তপদে। দেশ ছাড়িয়ে দেশের বাইরেও তিনি ছড়িয়ে দিচ্ছেন তার শিল্পী সত্তার দ্যুতি। গত ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে তিনি কানাডায় ‘বাংলাদেশী এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ অর্থাৎ ফোবানা সম্মেলনে ফোবানা পদক লাভ করেন। কামাল আহমেদই বেতার পরিবারের প্রথম সদস্য যিনি সর্বপ্রথম ফোবানা পদক অর্জন করেন। এছাড়াও তিনি ২০১৭ সালে ভারতের মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম কুমার বসুর হাত থেকে ‘অদ্বৈত মল্লবর্মণ পদক’ ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে ‘বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক’প্রাপ্ত হন। এর বাইরেও তার রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। উল্লেখ্য, এ পর্যন্ত শিল্পীর ১৫টি এ্যালবাম প্রকাশ হয়েছে।
×