ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী

প্রকাশিত: ০৭:১৫, ৮ মে ২০১৮

চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মদিন আজ। এ উপলক্ষে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এসব অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা, কবিতা আবৃত্তি এবং চলচ্চিত্র প্রদর্শনী। চ্যানেলগুলোর রবীন্দ্রজয়ন্তীর বিভিন্ন আয়োজন নিয়ে এ প্রতিবেদন। রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের আয়োজন : কবিগুরুর জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে আজ সকাল ৭-৩০ মিনিটে সরাসরি দেখানো হবে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। সকাল ৯-৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা। সকাল ১১-০৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘শাস্তি’। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, পূর্ণিমা, রিয়াজ, এটিএম শামসুজ্জামান প্রমুখ। সন্ধ্যা ৬-৩০ মিনিটে প্রচার হবে রম্য বিতর্ক অনুষ্ঠান ‘তোমাকে আমি অশেষ করেছি’। রাত ৭-৫০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় একক সঙ্গীতানুষ্ঠান রবির গানে ভিন শহরে-মেঘালয়। পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু। রাত ৯-৩৫ মিনিটে প্রচার হবে আমীরুল ইসলামের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান। দুরন্ত টিভিতে ‘বাল্মীকিপ্রতিভা’ : দুরন্ত আজ মঙ্গলবার রাত ১০টায় টিভিতে প্রচার হবে সানিডেইল পরিবেশিত গীতিনাট্য ‘বাল্মীকিপ্রতিভা’। গীতিনাট্য পরিচালনা করেছেন স্বাতী সরকার, নৃত্য পরিচালনায় এ্যাগনেস র‌্যাচেল প্যারিস। নাট্য নির্দেশনায় মিতুল রহমান। এতে অভিনয় করেছে সানিডেইলের শিক্ষার্থী জাররীন জারা, ওয়ারিদ সাহার খান, প্রত্যুষা নাথ, যুনাইরা হোসেন, তাফান্নুম হক নানজিবা, চৌধুরী জাহ্রা মাইরীন, নাজীফা নাওয়ার মামুনসহ আরও অনেকে। এটিএন বাংলার আয়োজন : সকাল ৭-৩০ মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। মারিয়া শিমুর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান। অনুষ্ঠানের অতিথি লিলি ইসলাম। সকাল ৮-৩০মিনিটে প্রচার হবে শিল্পী মিতা হকের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। সকাল ৯টায় প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। সকাল ৯-৩০টায় প্রচার হবে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘রূপালী ফিতা’র বিশেষ পর্ব। সকাল ১০-৩৫টায় প্রচার হবে চলচ্চিত্র ‘বন্ধন’ পরিচালনায় বেলাল আহমেদ। বেলা ৩-০৫টায় প্রচার হবে গীতিনৃত্য ‘রায় কৃষ্ণ পদাবলী’, পরিচালনা- রুমানা আফরোজ। বিকেল ৪-৩০টায় প্রচার হবে কবিতার অনুষ্ঠান ‘হিরন্ময় শব্দাবলী’ পরিচালনা-সেলিম দৌলা খান। সন্ধ্যা ৬-২৫টায় প্রচার হবে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ‘মনে কী দ্বিধা’। রাত ৮টায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দলোকে’। উপস্থাপনা- অধ্যাপক সৌমিত্র শেখর, পরিচালনা তাশিক আহমেদ ও মুকাদ্দেম বাবু। রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাঁকি কবিতা অবলম্বনে বিশেষ নাটক ‘ফাঁকি’। নাট্যরূপ ও পরিচালনা অঞ্জন আইচ। রাত ১০-৫০টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের তারা প্রসন্নের কীর্তি অবলম্বনে বিশেষ নাটক ‘লেখক’। নাট্যরূপ- মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা আজাদ আল মামুন। রাত ১১-৪০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আনন্দ আলোয়’। পরিচালনা মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী দোলা চক্রবর্তী। আরটিভিতে নাটক ‘মধ্যবর্তিনী’ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মধ্যবর্তিনী’কে নাট্যরূপ দিয়েছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। ‘মধ্যবর্তিনী’ শিরোনামেই নির্মাণ করেছেন একক নাটক। অভিনয় করেছেন তারিন জাহান, রওনক হাসান, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। নাটকটি রাত ৮টায় প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায়, ম্যাকমোরান কোম্পানির হেড বাবু নিবারণ চন্দ্রের স্ত্রী হরসুন্দরীকে নিয়ে দিব্যি সংসার করছিলেন। সাদাসিধে সংসার। নিবারণ সর্বদাই নির্ভেজাল মানুষ। অফিস আর বাড়ি ছাড়া বিকেলে আড্ডা দেন রামলোচনের বাড়িতে। তার পরে বাড়ি ফিরে আসে। নিবারণ-হরসুন্দরীর এই সুখী দাম্পত্য জীবন বেশি দিন সুখের থাকল না। কোন এক দুরারোগ্য ব্যাধি পেয়ে বসলো হরসুন্দরীকে। কোন ওষুধেই রোগ সারে না। মৃত্যু আসন্ন জেনে হরসুন্দরী নিবারণকে আরকটা বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে প্রথমে রাজী না থাকলেও এক সময় নিবারণ বিবাহে মত দেয়। বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে- শৈলবালা। নিবারণের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর উপস্থিতি শৈলবালা আর নিবারণের মাঝে সকল দ্বিধা-দ্বন্দ্বের পর্দা সরিয়ে দেয়। হরসুন্দরী নিজে শৈলবালাকে সংসারের কাজ কর্ম শেখায়- দায়িত্ব বুঝিয়ে দেয়। তবে এইটা দাঁড়ায় কাল হয়ে। হরসুন্দরীর এই সারল্য শৈলবালা উপেক্ষা করে নিবারণকে চিরতরে সরিয়ে ফেলতে চায় হরসুন্দরীর কাছ থেকে। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে হরসুন্দরী আর নিবারণের। এরই মাঝে শৈলবালার উচ্চাশা, উচ্চাকাক্সক্ষা সবকিছুই যেন বাড়তে থাকে। আর শৈলবালার এই অপ্রয়োজনীয় চাওয়া পূরণ করতে গিয়ে সব শেষে চাকরিটাও খোয়াতে হয় নিবারণের। এক সময় হরসুন্দরীর সব গহনা চেয়ে নেয় নিবারণ। হরসুন্দরী তার সমস্ত গহনা নিজ হাতে পরিয়ে দেয় শৈলবালাকে। তবে ভাগ্যের নির্মম পরিহাস-এই সুখ শৈলবালা ধরে রাখতে পারলো না। হরসুন্দরীর সরলতা নিয়ে খেলা করাটা বিধাতা মেনে নেয়নি। হঠাৎ-ই অকালমৃত্যু হয় শৈলবালার। ক্রমেই এই মৃত্যুর শোক মিলিয়ে যেতে থাকে নিবারণ আর হরসুন্দীর নব সংসারে। তবে কোথায় যেন দাঁড়িয়ে থাকে শৈলবালা দাম্পত্যের আয়োজনে অদৃশ্য পর্দা হয়ে। মাছরাঙার বিশেষ আয়োজন : রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উপলক্ষে আজ বেলা ১-৩০ মিনিটে থাকছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অবলম্বনে নুরুল আলম আতিকের পরিচালনায় অনুনাটক ‘রামকানাইয়ের নির্বুদ্ধিতা’। বেলা ৩-৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘সমাপ্তি’। শ্রাবনী ফেরদৌসের পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, সাবিলা নূর প্রমুখ। সন্ধ্যা ৬টায় রয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘গানের পেছনে রবীন্দ্রনাথ’। মুনীরা ইউসুফ মেমীর উপস্থাপনায় এতে গান পরিবেশন করেছেন মহিউজ্জামান চৌধুরী ও অদিতি মহসিন। সন্ধ্যা ৭-৪০ মিনিটে রয়েছে নাটক ‘মাঝের মানুষ’। শুভ্র আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ। শ্রেয়া গুহঠাকুরতার পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘রবিঠাকুরের গান’ প্রচার হবে রাত ১১ টায়।
×