ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট

সেমিতে সুনামগঞ্জ ও বগুড়ার স্কুল

প্রকাশিত: ০৭:১৪, ৮ মে ২০১৮

সেমিতে সুনামগঞ্জ ও বগুড়ার স্কুল

স্পোর্টস রিপোর্টার ॥ টানা বৃষ্টিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়। নিয়ম অনুসারে টস করে একটি দলকে বিজয়ী করা হয়। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-র প্রথম কোয়ার্টার ফাইনালে জিতেছে সুনামগঞ্জের জুবিলি হাইস্কুল। আর দুর্ভাগ্যজনকভাবে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন মানিকগঞ্জ মডেল হাইস্কুল। তবে বৃষ্টির বাধার পরও টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শেষ হয়েছে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নড়াইল সরকারী হাইস্কুলকে ৭ উইকেটে হারিয়ে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজ সেমিতে উঠেছে। টাঙ্গাইলে হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির বাধায় ৩৫ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৮ রান তোলে নড়াইল সরকারী হাইস্কুল। ইনিংস সেরা ২৫ রান আসে সাকিবুল ইসলাম নিশাতের ব্যাট থেকে। ২৪ রান করে ওপেনার হাসিবুল ইসলাম। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের পক্ষে খালিদ মাহমুদ শিফাত ২০ রান খরচায় নেয় ৪ উইকেট। জবাবে রাকিবুল ইসলাম সজিবের ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেট এবং প্রায় ৮ ওভার হাতে রেখে জয় তুলে নেয় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ। ইনিংস সেরা ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয় সজিব। মিনি রাগবিতে আলী আহম্মদ স্কুল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শহীদ এম ক্যাপ্টেন মুনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার শেষ হয়েছে ‘ইনডেক্স মিনি অ-১০ স্কুল রাগবি প্রতিযোগিতা।’ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবু সোহেল এনডিইউ, পিএসসি (এক্সিকিউটিভ ডিরেক্টর, ইনডেক্স গ্রুপ)। বিশেষ অতিথি ছিলেন সামি স্মারা (ওয়ার্ল্ড রাগবি এডুকেটর)। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আবদুল্লা আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক দীন ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ। ফাইনালে আলী আহম্মদ স্কুল ৫-০ পয়েন্টে সেন্ট গ্রেগরি হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এছাড়া কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল ১০-০ পয়েন্টে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে।
×