ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনি আছেন বলেই চেন্নাই এত দুর্বার

প্রকাশিত: ০৭:১৩, ৮ মে ২০১৮

ধোনি আছেন বলেই চেন্নাই এত দুর্বার

স্পোর্টস রিপোর্টার ॥ দুই মৌসুমের নিষেধাজ্ঞা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফিরেছে টুর্নামেন্টেটির ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে-নেতৃত্বে দুর্বার মহেন্দ্র সিং ধোনির কারণেই দল এত ভাল করছে বলে মনে করেন সতীর্থ রবীন্দ্র জাদেজা, ‘ধোনি ভাই সবসময় বলেন, আমরা হারবো একসঙ্গে, জিতবোও একসঙ্গে। তিনিই আমাদের মধ্যে আত্মবিশ্বাসের বারুদ ঢুকিয়ে দেন। এটি আমাদের অনেক অনুপ্রাণিত করে।’ আসরে সবশেষ ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় চেন্নাই। দশ ম্যাচে সাত জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ধোনির দল। ব্যতিক্রম কিছু না ঘটলে শেষ চারের পথে সুপার কিংসরা। এই বয়সে ব্যাট হাতেও অসাধারণ খেলছেন ধোনি। সেদিন ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন জাদেজা, জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। তিনি বলেন, ‘আমরা যখন হেরে যাই বা জিতে যাই, কখনও নির্দিষ্ট কাউকে দোষারোপ করি না। বা নির্দিষ্ট কাউকে মাথায় তুলে নাচি না। আমাদের পুরো দল জয় বা পরাজয়ের জন্য সমান দায়ী থাকে। চেন্নাইয়ের মূলমন্ত্র এটাই।’ ৩ উইকেট নেয়ার পথে মুখোমুখি প্রথম বলেই কোহলিকে সাজঘরে পাঠিয়ে দেন জাদেজা। একদম প্রথম বলেই কোহলিকে আউট করতে পারবেন, এমনটা ভাবেনওনি, ‘বিরাটকে স্ট্রাইকে দেখে আমি সাধারণ স্টক ডেলিভারি করার পরিকল্পনা করি। উইকেট বেশ শুষ্ক ছিল, আমার শুধু জায়গায় বল করতে হতো। আমি কল্পনাও করিনি যে তাকে প্রথম বলেই ফিরিয়ে দেব। বিরাটের উইকেট সবসময়ই বিশেষ কিছু।’ জাদেজার দুর্দান্ত বোলিংয়ে ১২৭ রানে থেমে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস। পরে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। লীগ পর্বে আর ১টি মাত্র ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের। শুক্রবার টেবিলের তলানিতে থাকা রাজস্থানের বিপক্ষেই হয়ত সেটি হয়ে যেতে পারে। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট হায়দরাবাদ ৯ ৭ ২ ০ ১৪ ০.৪৭১ চেন্নাই ১০ ৭ ৩ ০ ১৪ ০.৪২১ পাঞ্জাব ৯ ৬ ৩ ০ ১২ ০.১৯৮ কলকাতা ১০ ৫ ৫ ০ ১০ ০.১৪৫ মুম্বাই ১০ ৪ ৬ ০ ৮ ০.০৭০ বেঙ্গালুরু ৯ ৩ ৬ ০ ৬ -০.৩৭৬ দিল্লী ১০ ৩ ৭ ০ ৬ -০.৪১১ রাজস্থান ৯ ৩ ৬ ০ ৬ -০.৭২৬ ** সোমবার হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচের আগ পর্যন্ত
×