ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্নামেন্ট

প্রকাশিত: ০৭:১২, ৮ মে ২০১৮

এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থবারের মতো এশিয়ান ট্যুর গলফের আয়োজক বাংলাদেশ। বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে, এবি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুর এর সহযোগিতায় আগামী বুধবার থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে সোমবার ক্লাবের ব্যাংকুয়েট হলে এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ এর ট্রফি উন্মোচিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন। এ সময় প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ অনেকেই। এশিয়ান ট্যুর প্রতিষ্ঠা লাভের পর ১৯৯৫ সালে প্রথম এ প্রতিযোগিতার আয়োজন করে। এশিয়া (জাপান ব্যতিত) ও ওশানিয়া অঞ্চলের বিভিন্ন দেশে এশিয়ান ট্যুর কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এশিয়ার সর্ববৃহৎ এ টুর্নামেন্টে এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার শ্রেষ্ঠ পেশাদার গলফাররা অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে তিন লাখ মার্কিন ডলার।
×