ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের পাশে ফিফা-এএফসি-বাফুফে

প্রকাশিত: ০৭:১২, ৮ মে ২০১৮

রোহিঙ্গাদের পাশে ফিফা-এএফসি-বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ মানবতা দেখিয়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব দরবারের সহানুভূতি পেয়েছে বাংলাদেশ। কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কিছু করতে চায় ফিফা এবং এএফসি। সে লক্ষ্যে বিশ্ব ও এশিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দুটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কমিটির প্রতিনিধি ডেভিড মাইকেল বোরা, ড. আন্নাথুরাই রঙ্গনাথন, ভিনসেন্ট গুল সোমবার ঢাকা এসেছেন। বাফুফে ভবনে আগামীকাল তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউএন এইচসিআর ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে যৌথ বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গাদের জন্য কি করা সম্ভব। রোহিঙ্গাদের জন্য এক বা দুইদিনের টুর্নামেন্টও হতে পারে। মঙ্গলবার পুরো দল কক্সবাজার যাবেনÑ জানিয়েছে বাফুফে। গতকাল প্রতিনিধি দলের সঙ্গে সভা করেন বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ প্রমুখ।
×