ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়েঙ্গারের এমিরেটস অধ্যায় সমাপ্ত

প্রকাশিত: ০৭:১২, ৮ মে ২০১৮

ওয়েঙ্গারের এমিরেটস অধ্যায় সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ আর্সেনালকে বিদায় বলে দিয়েছেন আরও আগেই। চলতি মৌসুমের শেষেই গানারদের সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি টানবেন আর্সেন ওয়েঙ্গার। তার আগে রবিবার শেষ হোম ম্যাচটাও খেলে ফেললেন তিনি। বিদায়ী ম্যাচে ওয়েঙ্গারকে বড় জয় উপহার দিল তার শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনাল এদিন ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্নলিকে। এদিন বীরোচিত সংবর্ধনা দেয়া হয় ওয়েঙ্গারকে। খেলা শুরুর আগেই দুই ক্লাবের খেলোয়াড়রা গার্ড অব অনার দেন ৬৮ বছর বয়সী ওয়েঙ্গারকে। অথচ, বাজে পারফর্মেন্সের কারণে ওয়েঙ্গারের উপর হতাশ ছিলেন আর্সেনালের ভক্ত-অনুরাগীরা। তবে রবিবার সেটা বুঝা যায়নি মোটেও। বরং তাকে বিদায় জানাতে এমিরেটস স্টেডিয়ামে এদিন হাজির হন বিপুল সংখ্যক সমর্থক। ওয়েঙ্গার তার শেষ নোট সিটে লিখেছেন, ‘ধারণা করছি আজকের দিনটি হবে দুঃখ-ভারাক্রান্ত। এই ক্লাবটিকে নেতৃত্বে দিতে পেরে এখনও গর্ববোধ করছি আমি। দীর্ঘ এই সময়ে আমি অনেক কিছুই অর্জন করেছি।’ ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমন দীর্ঘ সময় আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। জানি, এটা মোটেও সহজ ব্যাপার ছিল না। সর্বোপরি, আমিও আপনাদের মতোই। আমিও আর্সেনালের একজন সমর্থক। খুব সাধারণ একটা শব্দ দিয়েই শেষ করতে চাই আজ-আপনাদের খুব মিস করব।’ আর্সেনালে সুদীর্ঘ এই ক্যারিয়ারে ওয়েঙ্গার তিন প্রিমিয়ার লীগের শিরোপা জেতেন। সেইসঙ্গে রেকর্ড ৭টি এফএ কাপের শিরোপাও নিজের শোকেসে তুলেন তিনি। ২০০৩-০৪ মৌসুমে প্রথম শিরোপা জয় করেন এই ফরাসী কোচ। ওই মৌসুমে কোন ম্যাচে না হেরে লীগ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। রবিবার নিজেদের মাঠ এমিরেটসে বার্নলিকে স্বাগত জানায় আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই দারুণ দক্ষতা দেখিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের ১৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। ফরাসী ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের পাসের বল খুব সহজেই বার্নলির জালে জড়িয়ে দেন গ্যাবনের তারকা ফরোয়ার্ড অবামেয়াং। বিরতির আগ মুহূর্তে বেলেরিনের ক্রসে গোল ব্যবধান দ্বিগুণ করেন লাকাজেত। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওয়েঙ্গারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে যেন আরও জ্বলে ওঠে গানাররা। ৫৪ মিনিটে আবারও গোল পায় আর্সেনাল। জ্যাক উইলশেয়ারের পাস থেকে বল পেয়ে কৌনিক শটে জালে জড়ান ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ। তার ১০ মিনিট পর এ্যালেক্স আইওবি উড়ো শটে গোল করলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-০। ১১ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অবামেয়াং। এই জয়ের ফলে লীগের ৩৬ ম্যাচ থেকে ১৮ জয় ও ছয় ড্র নিয়ে ৬০ পয়েন্ট সংগ্রহ করে আর্সেনাল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। আর্সেনাল ছাড়াও এদিন মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি এবং চেলসি-লিভারপুল। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। দলের পক্ষে ৩২ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন অলিভার জিরাউড। এই হারে কিছুটা হলেও ক্ষতি হয়ে গেল অলরেডদেরা। কেননা আগামী, ২৬ মে ইউক্রেনের কিয়েভে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। যে ম্যাচে লিভারপুল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই ম্যাচের আগে এই পরাজয়টা জার্গেন ক্লপের জন্য তাই খুব হতাশার।
×