ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের রৌপ্যপদক নিশ্চিত

প্রকাশিত: ০৭:১২, ৮ মে ২০১৮

বাংলাদেশের রৌপ্যপদক নিশ্চিত

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী স্টেডিয়ামে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারির দ্বিতীয় আসর। গত ২০১৭ আসরে পাঁচ দলগত ইভেন্ট এবং মেয়েদের রিকার্ভ এককে হীরা মনির স্বর্ণপ্রাপ্তিসহ মোট ছয় স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কাজেই এবারও গতবারের সাফল্য ধরে রাখতে চায় স্বাগতিকরা। সেই লক্ষ্যে কিছুটা এগিয়েও গেছে তারা। সোমবার দ্বিতীয় দিনটি বেশ ভালই কেটেছে তাদের বাংলাদেশের। রিকার্ভ ও কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ছেলে-মেয়ে মিলিয়ে আট বাংলাদেশী আরচার সেমিফাইনালে উঠেছেন। আজ ফাইনালে ওঠার লড়াই। পুরুষ এককে প্রত্যাশানুযায়ী শেষ চারে উঠেছেন রোমান সানা এবং তামিমুল ইসলাম। শেষ ষোলোতে জয়ের লক্ষ্যে তারা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামেন। এই ইভেন্টে রোমান সানা ৬-০ সেট পয়েন্টে সৌদি আরবের ফাহাদ মোহাম্মদ আল মনসুরকে হারান। সেমিফাইনালে তার প্রতিপক্ষ এস্তোনিয়ার ওনা মার্ট। তামিমুল ইসলাম টাইব্রেকারে ৬-৫ সেট পয়েন্টে হারান সৌদি আরবের আলোতাইবিকে। শেষ চারে তার প্রতিপক্ষ সৌদির আব্দুল্লাহ বিন আলী। রিকার্ভ নারী এককে বাংলাদেশের নাসরিন আক্তার ৬-০ সেটে তাজিকিস্তানের ফিরুজা জোবায়দোভাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। সেখানে তার প্রতিপক্ষ তুর্কীর বেগুনহান উনসাল। তবে হতাশ করেছেন রাদিয়া আক্তার শাপলা। তিনি হেরে যান তাজিকিস্তানের জুখরো তাগায়েভার কাছে। কম্পাউন্ড পুরুষ ও নারী এককে বাংলাদেশের সাফল্যটা বেশি। পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে অসীম কুমার দাস ১৩৯-১৩২ পয়েন্টে নেপালের রমেশ ভট্টাচানকে হারিয়েছেন। শেষ চারে তিনি লড়বেন বাংলাদেশের মিলন মোল্লার বিপক্ষে। সৌদি আরবের আব্দুল আজিজকে ১৩৯-১৩৭ পয়েন্টে হারিয়ে সেমিতে ওঠেন মিলন। তার মানে কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের একজনেরর ফাইনাল নিশ্চিত। প্রত্যাশানুযায়ী সেমিতে ওঠেছেন আবুল কাশেম মামুন। তিনি কোয়ার্টার ফাইনালে ইরাকের ইশহাম আল দাগমানকে ১৪০-১৩৬ পয়েন্টে হারিয়েছেন। ফাইনালে ওঠার লড়াইয়ে মামুন খেলবেন ইরাকের হামিদ ওয়ালিদের বিপক্ষে। যার কাছে টাইব্রেকারে হেরে যান বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান। নারী এককেও বাংলাদেশের একটি ফাইনাল নিশ্চিত। রোকসানা আক্তার ১৩৯-১১৫ পয়েন্টে মরক্কোর সৌদ এল ফাইজকে হারিযেছেন। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা খেলবেন স্বদেশী বন্যা আক্তারের বিপক্ষে। এই বন্যা আক্তার আবার হারিয়েছেন বাংলাদেশের আরেক আরচার রিতু আক্তারকে। বন্যার জয় ১৩২-১৩০ পয়েন্টে।
×