ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা মহানগরীর ৩২ একাডেমির ১৫-১৮ বছর বয়সী তরুণদের নিয়ে ২০ মে শুরু টুর্নামেন্ট

উদীয়মান ক্রিকেটারের সন্ধানে একাডেমি কাপ

প্রকাশিত: ০৭:০৯, ৮ মে ২০১৮

উদীয়মান ক্রিকেটারের সন্ধানে একাডেমি কাপ

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমরা প্রায় সমসাময়িক। একইসঙ্গে এ কয়েকজন ক্রিকেটার অবসর নিয়ে ফেললে তাদের উপযুক্ত বিকল্প কি হাতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)? প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে। এ কারণেই এবার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ উদীয়মান তরুণ ক্রিকেটার অন্বেষণে প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছে বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আপাতত রাজধানী ঢাকায় বিভিন্ন একাডেমিতে যে ১৫-১৮ বছর বয়সী তরুণরা ক্রিকেট খেলছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে ৪০ ওভার দৈর্ঘ্যরে টুর্নামেন্ট- বিসিবি একাডেমি কাপ ২০১৮। ঢাকা মহানগরীর ৩২ একাডেমি এতে অংশ নেবে এবং শুরু হবে ২০ মে। ভেন্যু হিসেবে বিকেএসপি, সিটি ক্লাব মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠকে রাখা হয়েছে। ৫ জুন পর্যন্ত চলবে এই আসর। টুর্নামেন্ট শেষে সেরা ১৫ থেকে ২০ ক্রিকেটারকে নিয়ে উচ্চপর্যায়ের অনুশীলন ব্যবস্থা করবে বিসিবি। আর টুর্নামেন্টের সেরা ৪ একাডেমিকে বিসিবি থেকে অনুশীলনের সার্বিক সুবিধাদি প্রদান করবে। আসরের রূপরেখা নিয়ে সোমবার দুপুরে মিপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এ বিষয়ে জানান বিসিবি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান সময়ে অনেকটাই পরিণত। কারণ, দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ক্রিকেটার ধারাবাহিকভাবে খেলছেন জাতীয় দলে। তবে বিকল্প ক্রিকেটার সেভাবে উঠে আসছে না। তরুণদের মধ্যে যারা সুযোগ পাচ্ছেন তারা নিয়মিত হতে পারছেন না জাতীয় দলে। তাই পাইপলাইন তৈরি করা জরুরী হয়ে উঠেছে এই মুহূর্তেই। আর সে কারণেই এবার পদক্ষেপ নিচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। শুধু ঢাকা মহানগরীর ৩২ একাডেমিকে নিয়ে ২০ মে শুরু হচ্ছে বড় রকমের একটি টুর্নামেন্ট। এই একাডেমিগুলো হচ্ছেÑ ওরিয়েন্ট ক্রিকেট একাডেমি, ফ্রেন্ডস সোশ্যাল ক্রিকেট একাডেমি, ইনডোর ক্রিকেট একাডেমি, খেলাঘর ক্রিকেট একাডেমি, মোহামেডান ক্রিকেট একাডেমি, স্মার্ট কোচিং একাডেমি, উদয়ন ক্রিকেট একাডেমি, ডিসকোভারি ক্রিকেট একাডেমি, পল্লীমা ক্রিকেট একাডেমি, অঙ্কুর কোচিং স্কুল, ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি, সোনালী ক্রিকেট কিডস, গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমি, কালিন্দী ক্রিকেট একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, ক্রিকেট কোচিং স্কুল, আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি, হিড়িক ক্রিকেট একাডেমি, জাগরণী ক্রিকেট একাডেমি, গুলশান ইয়ুথ ক্রিকেট একাডেমি, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রিকেট একাডেমি, আনেয়ার কোচিং সেন্টার, ব্যাংক এশিয়া সিটি ক্লাব ক্রিকেট একাডেমি, ইস্ট এ্যান্ড ক্রিকেট একাডেমি, শিশু-কিশোর ক্রিকেট একাডেমি, বিয়ারা ক্রিকেট একাডেমি, ইয়াং ট্যালেন্ট ক্রিকেটার্স একাডেমি, উদয়াচল ক্রিকেট একাডেমি, শেখ রাসেল ক্রিকেট একাডেমি ও বনশ্রী ক্রিকেট একাডেমি। এই একাডেমিতে থাকা ১৫ থেকে ১৮ বছর বয়সী ক্রিকেটাররা খেলার সুযোগ পাবে। এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমরা চাই বিভিন্ন পর্যায়ে যেসব ক্রিকেট মেধা লুকিয়ে আছে তা বের করে আনতে। স্কুল শেষ করার পর যেন ছেলেরা ভাল একটা প্লাটফর্মে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। সেজন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।’ তবে কোন একাডেমির ক্রিকেটার যদি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম), প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের কোন ক্লাব বা একাডেমিতে রেজিস্টার্ড হয়ে থাকে তারা এই আসরে খেলতে পারবে না। এমনকি অনুর্ধ-১৫, অনুর্ধ-১৭ ও অনুর্ধ-১৯ দলের কোন ক্রিকেটারও এখানে অংশ নিতে পারবেন না। অর্থাৎ বিসিবি বা সিসিডিএম নিয়ন্ত্রিত যেকোন পর্যায়ের ক্রিকেটে অন্তর্ভুক্ত ক্রিকেটাররা এখানে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ, ইতোমধ্যেই তারা একটা পর্যায়ে সঠিক কর্মপন্থার মধ্যে দিয়ে যেতে পারছেন বিসিবির তত্ত্বাবধানে। এর বাইরে যে মেধা লুকিয়ে আছে তাদের খুঁজে বের করতেই এ উদ্যোগ। প্রথম রাউন্ডে ১৬, দ্বিতীয় রাউন্ডে ৮, কোয়ার্টার ফাইনাল ৪, সেমিফাইনাল ২টি ও ফাইনাল ১টিসহ মোট ৩১ ম্যাচে শেষ হবে টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে ৪০ ওভারের এবং খেলা হবে ম্যাটের উইকেটে! আর আপাতত শুধু ঢাকা মহানগরীর একাডেমিগুলোই এ সুযোগ পাচ্ছে। এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের এটা আসলে পাইলট প্রজেক্ট। প্রথমবার আয়োজন করছি বলে অনেক ধরণের চ্যালেঞ্জ আছে। এ কারণে ঢাকা মহানগরীতেই সীমাবদ্ধ থাকছে এবারের টুর্নামেন্ট। পরবর্তীতে আমরা হয়তো দেশব্যাপি এটা ছড়িয়ে দিতে পারব। আর বর্ষা মৌসুম, মাঠ সঙ্কট ইত্যাদি। তাই ম্যাটের উইকেটে খেলা হবে। তাছাড়া আমাদের ক্রিকেটারদের সবসময়ই সমস্যা ব্যাকফুটে গিয়ে ব্যাটিং করা। ম্যাটের উইকেটে খেলা হলে এক্ষেত্রে দক্ষতা অনেকখানিই বাড়বে।’ ম্যাচগুলো শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে। আগামী ১২ মে টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করা হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পাবে ১ লাখ টাকা, রানার্সআপ ৫০ হাজার টাকা পুরস্কার। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৩ হাজার, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও বোলার ১০ হাজার টাকা করে এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ১৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার পাবে। এছাড়া দ্বিতীয় রাউন্ডে ওঠা দল ৫ হাজার, কোয়ার্টার ফাইনালে যাওয়া দল ১০ হাজার, সেমিফাইনালে উঠতে পারলে ১০ হাজার এবং ফাইনালে ওঠা দল ২০ হাজার টাকা করে বাড়তি বোনাস পাবে।
×