ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটকীয়তায় অমীমাংসিত এল ক্লাসিকো

প্রকাশিত: ০৭:০৬, ৮ মে ২০১৮

নাটকীয়তায় অমীমাংসিত এল ক্লাসিকো

জাহিদুল আলম জয় ॥ স্মরণকালের অন্যতম সেরা এল ক্লাসিকো উপভোগ করেছেন কোটি কোটি ফুটবল ভক্তরা। রবিবার রাতে ন্যূক্যাম্পে স্প্যানিশ লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। উত্তেজনা ছড়ানো ম্যাচের পুরোটাই ছিল রোমাঞ্চে ভরপুর। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও ম্যাচে দুই দুইবার এগিয়ে যায় কাতালানরা। কিন্তু লিডটা ধরে রাখতে পারেনি। দুইবারই সমতা ফিরিয়েছে গ্যালাক্টিকোরা। ফলে ২-২ গোলে ড্র হয়েছে রিয়াল-বার্সা মহারণ। আগেই শিরোপাা নিশ্চিত করে ফেলেছে বার্সিলোনা। যে কারণে ম্যাচটি ছিল শুধুই মর্যাদার। তাতে ড্র করলেও নৈতিক জয় হয়েছে লিওনেল মেসি, লুুইজ সুয়ারেজদের। কেননা এর মধ্য দিয়ে তারা টানা ৪২ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে গড়েছে। শুধু তাই নয়, প্রথম কোন দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করারও হাতছানি আর্নেস্টো ভালভার্ডের দলের। ২০১৭ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত লীগে অপরাজিত আছে কাতালান জায়ান্টরা। পরতে পরতে নাটকীয়তা ছড়ানো ম্যাচে গোল করেছেন দুই দলের চার সুপারস্টার। বার্সার হয়ে গোল করেছেন দুই সেরা তারকা লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি তেমনি রিয়ালের হয়ে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেল। অবশ্য গোল করার সময় পায়ে চোট পাওয়া সি আর সেভেন দ্বিতীয়ার্ধে আর খেলেননি। এই ম্যাচ ছিল বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো। সার্জিও রবার্টোর দুর্দান্ত এক রাইট-উইং ক্রসে সুয়ারেজ দশম মিনিটে বার্সিলোনাকে এগিয়ে দেন। কিন্তু ১৫ মিনিটে করিম বেনজেমার হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান রোনাল্ডো। এই গোলের মাধ্যমে রোনাল্ডো আলফ্রেডো ডি স্টেফানোর মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ১৮ ক্লাসিকো গোলের রেকর্ড স্পর্শ করেছেন। শুধু তাই নয়, গত ১২টি ক্যাম্প ন্যু সফরে এটি রোনাল্ডোর ১২তম গোল। প্রথমার্ধের শেষ সময়ে রবার্টো লাল কার্ডের পর মাদ্রিদের জয়ের সুযোগ বেড়ে গিয়েছিল। কিন্তু অতিথিরা সুযোগ কাজে লাগাতে পারেনি। এরপরও ৫২ মিনিটে বার্সার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন মেসি। দারুণ গোলে দলকে এগিয়ে দেন তিনি। এটি ছিল লীগে মেসির ২৬তম গোল। যদিও মাদ্রিদের দাবি, এই গোলে যোগানদাতা সুয়ারেজ বল দিতে গিয়ে রাফায়েল ভারানেকে ফাউল করেছিল। কিন্তু এবারও বার্সা তাদের লিড ধরে রাখতে পারেনি। রোনাল্ডেরা পরিবর্তে দ্বিতীয়ার্ধে মাঠে নামা মার্কো এ্যাসেনসিওর পাসে বেল প্রায় ২০ গজ দুর থেকে ৭২ মিনিটে বেল রিয়ালকে সমতায় ফেরান। এটি বেলের ক্যারিয়ারে প্রথম এল ক্লাসিকো গোল। এই ড্রর পরও চ্যাম্পিয়ন বার্সার থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে এ্যাটলেটিকো মাদ্রিদের পর তৃতীয় স্থানেই থাকল রিয়াল মাদ্রিদ। বর্তমানে বার্সার পয়েন্ট ৮৭, এ্যাটলেটিকোর ৭৫ আর রিয়ালের ৭২। গত ৩ মার্চের পর এই প্রথম রিয়াল কোচ জিনেদিন জিদান বিবিসি’র (বেনজেমা, বেল, রোনাল্ডো) ওপর ভরসা রাখেন। অবশ্য মাদ্রিদ বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। রোনাল্ডোর কাছ থেকেই মূলত গোলের সুযোগগুলো নষ্ট হয়েছে। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকেও এর পেছনে দায়ী করা যায়। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে সব মিলিয়ে হলুদ কার্ড হয়েছে আটটি, আর রবার্টো পেয়েছেন সরাসরি লাল কার্ড। এর মধ্যে রেফারি আলেজান্দ্রো হোসে হার্নান্দেজ প্রথমার্ধেই দেখিয়েছেন পাঁচি হলুদ কার্ড। দুই দলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় প্রথমার্ধের ইনজুরি টাইমে রবার্টোর লাল কার্ডে। মার্সেলোকে মুখে আঘাত করায় শাস্তি পান তিনি। ৩২ মিনিটে সুয়ারেজকে ফাউল করে হলুদ কার্ডের দেখা পান ভারান। পরের মিনিটে মডরিচকে ধাক্কা দেন জর্ডি আলবা। দু’জনই দেখেন হলুদ কার্ড। ৪৪ মিনিটে আবারও অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। এবার সুয়ারেজের সঙ্গে হাতাহাতিতে রামোস। ফলে রেফারি দুজনকেই হলুদ কার্ড দিয়ে সাবধান করে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে রামোসকে ফাউল করেন মেসি। তিনিও হলুদ কার্ডের দেখা পান। প্রথমার্ধের শেষ মিনিটে মার্সেলোকে অনিচ্ছাকৃত ঘুষি মেরে বসেন রবার্টো। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে বার্সা কোচ ভালভার্ডে বলেন, এটা দারুণ একটি ম্যাচ ছিল। আমরা জানি যে এই ম্যাচগুলো এমনই এবং আমরা আমাদের প্রতিপক্ষকে হারাতে চাই। অবশ্য কার্ডগুলোর জন্য ম্যাচটি জটিল হয়ে পড়ে। আমরা তীব্র লড়াই করেছি যেন আপনারা আমাদের খেলোয়াড় কম থাকাটা খেয়াল করতে না পারেন। এটা পরিষ্কার যে, আমাদের একত্রিত হয়ে লড়তে হয়েছে এবং শেষে আমরা জিততে পারতাম। রেফারির বিতর্কি সিন্ধান্তের কারণে ভবিষ্যতে ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ওপর ভরসা রাখতে চান রিয়াল বস জিনেদিন জিদান।
×